Rumor News
Valid News
আগামীকাল থেকে সকল কল রেকর্ড করা হবে !
বিষয়টি সম্পূর্ণ গুজব !
সম্পূর্ণ গুজবটির বাংলা অর্থ নিচে দেয়া হলো :
” আগামীকাল থেকে যোগাযোগের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হবে ।
সকল কল রেকর্ড করা হবে
সকল ফোন কলের রেকর্ড সংরক্ষিত করা হবে
হোয়াটস এপ পর্যবেক্ষণ করা হবে
টুইটার পর্যবেক্ষণ করা হবে
ফেসবুক পর্যবেক্ষণ করা হবে
সকল সোশ্যাল মিডিয়া এবং ফোরাম পর্যবেক্ষণ করা হবে
সবার সাথে শেয়ার করুন যারা বিষয়টি জানেনা । ”
পাশাপাশি এটাও বলা আছে টেক্সটিতে ” সরকার এবং রাজনৈতিক বিষয় নিয়ে কেউ কোনো ভিডিও ফরোয়ার্ড করবেন না অন্যথায় পুলিশ আপনাকে গ্রেফতার করবে ! ”
ম্যাসেজটি পুরোপুরি গুজব এবং এই টেক্সটি ২০১৭ সালে ১৫ এপ্রিল ভারতে ভাইরাল হয়েছিলো এবং ভারতীয় গনমাধ্যম গুলোতেও তখন বিষয়টি গুজব উল্লেখ করে খবর প্রকাশিত হয় ।
অর্থাৎ উপরোক্ত বিষয়টি এখন বাংলাদেশে বর্তমান অবস্থাকে কেন্দ্র করে ছড়ানো হলেও এটি সম্পূর্ণ গুজব ।
এই গুজবের আসল উৎস দেখতে এখানে ভিজিট করুন