সম্প্রতি, মহানবী (স.) এর রওজা মোবারক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত ভিডিওতে দেখানো স্থানটি মহানবী (স.) এর রওজা মোবারকের নয় বরং পাকিস্তানের হায়দারাবাদে অবস্থিত মাশাদ-এ-সিন্ধ দরগা শরীফের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ‘Hyd Live Azadari’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওর সাথে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এই জায়গাটির নাম মাশাদ-এ-সিন্ধ দরগা শরীফ। যা পাকিস্তানের হায়দারাবাদে অবস্থিত এবং এখানে মানুষজন তাদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অবস্থান করছে।

পরবর্তীতে, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে ‘Live Azadari Network’ নামের ফেসবুক পেজে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়।

উক্ত দরগার লোকেশন নিশ্চিতে গুগল ম্যাপের মাধ্যমে পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দারাবাদে মাশাদ-এ-সিন্ধ দরগা শরীফের অবস্থানের সত্যতা পাওয়া যায়।

উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা শরীফ সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত।

মূলত, সম্প্রতি মহানবী (স.) এর রওজা মোবারকের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। পাকিস্তানের হায়দারাবাদের মাশাদ-এ-সিন্ধ দরগা শরীফের একটি ভিডিওকে মহানবী (স.) এর রওজা মোবারক দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, পূর্বেও মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ইন্টারনেটে ভুল তথ্য ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, পাকিস্তানের মাশাদ-এ-সিন্ধ দরগা শরীফের একটি ভিডিওকে মহানবী (স.) এর রওজা মোবারক দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Hyd Live Azadari: Instagram Post
- Live Azadari Network: Facebook Video
- Mashad-e-Sindh, Tando, Sindh: Google Map
- Quran Complex Website