সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমানের ছবি সংযুক্ত করে ‘জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান তিনটি জাতীয় নির্বাচনে ৫০ হাজার ভোট পাননি:নাসির’ শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে আলোচিত মন্তব্যটি করেছেন।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী ‘জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান তিনটি জাতীয় নির্বাচনে ৫০ হাজার ভোট পাননি’ শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশ এর ফটোকার্ডের ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশ এর লোগো এবং প্রকাশের তারিখ ৩১ অক্টোবর ২০২৫ উল্লেখ রয়েছে।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে আমার দেশ এর ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এমনকি আমার দেশ এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
পাশাপাশি, নাসিরুদ্দিন পাটোয়ারী এরকম কোনো মন্তব্য করলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হবে স্বাভাবিকভাবেই। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যম ও নাসিরুদ্দিন পাটোয়ারীর ফেসবুক অ্যাকাউন্টেও পাওয়া যায়নি।
সুতরাং, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতের আমিরকে নিয়ে ‘জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান তিনটি জাতীয় নির্বাচনে ৫০ হাজার ভোট পাননি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Amar Desh- Facebook Page
- Amar Desh- Website
- Amar Desh- YouTube Channel





