কনটেন্ট ক্রিয়েটর কাফির ব্যক্তিগত মুহুর্তের ছবি দাবিতে ভারতীয় দম্পতির ছবি প্রচার

সম্প্রতি, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির এক নারীর সাথে ব্যক্তিগত মুহুর্তের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি আপত্তিকর ছবি প্রচার করা হয়েছে।  

ফেসুবকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত আপত্তিকর ছবিগুলো কনটেন্ট ক্রিয়েটর কাফির নয়। প্রকৃতপক্ষে, ভারতের কেরালা রাজ্যের মালয়ালি দম্পতি শারুন রাজ-বৈষ্ণবীর ব্যক্তিগত মুহূর্তের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে একটি পর্নোগ্রাফিক এমএমএস প্রচারকারী ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ নভেম্বর ছবিগুলো প্রচারিত হতে দেখা যায়। যেখানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর বাইরেও আরও বেশকিছু আপত্তিকর ছবি দেখতে পাওয়া যায়। যেখানে ছবিতে থাকা ব্যক্তির চেহারা স্পষ্টভাবে দৃশ্যমান। এছাড়াও শিরোনামে উল্লেখ করা হয়, ছবিগুলো বৈষ্ণবী ও রাজ নামের মালয়ালি একটি দম্পতির। (সঙ্গত কারণে লিংক সংযুক্ত করা হয়নি)।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে বৈষ্ণবীরাজ দম্পতির উক্ত সদস্যের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। 

Collage by Rumor Scanner 

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায়, রাজ নামের ওই ব্যক্তির পুরো নাম শারুন রাজ। তাদের অ্যাকাউন্টে প্রচারিত ভিডিওগুলো পর্যালোচনা করেও দেখা যায়, তারা ভারতের কেরালা রাজ্যের মালয়ালি ভাষায় কথা বলেন। পাশাপাশি তাদের ইউটিউব চ্যানেলটি থেকে জানা যায়, চ্যানেলটি ভারতীয়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো ভারতীয় দম্পতির। 

এছাড়াও উক্ত ব্যক্তির চেহারার সাথে কাফির চেহারার তুলনামূলক বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের দুজনের চুল কোঁকড়া হলেও চেহারায় বিস্তর পার্থক্য রয়েছে।

Comparison by Rumor Scanner

সুতরাং, ভারতীয় দম্পতি শারুন রাজ-বৈষ্ণবীর ব্যক্তিগত মুহুর্তের ছবিকে বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img