পাহাড়ি যুবক কর্তৃক বাঙালি যুবককে লাথি দেওয়ার দৃশ্য দাবিতে নেপালের ভিডিও প্রচার 

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী ধর্ষণের বিচার দাবিতে গত ২৫ সেপ্টেম্বর নগরীতে আন্দোলন ও অবরোধ কর্মসূচি শুরু হয়। এ সময় পুলিশ ও স্থানীয় বাঙালিদের সাথে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এর প্রেক্ষিতেই পাহাড়ি যুবক কর্তৃক বাঙালি যুবককে লাথি দেওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, গত সেপ্টেম্বর মাসে নেপালের জেন-জিদের আন্দোলনের দৃশ্যকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানে Nigrani Tv নামক একটি ইউটিউব চ্যানেল থেকে গত ১০ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ১৮ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওর ১২ মিনিট ১৩ সেকেন্ডে থাকা দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, জেনজি আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে পৌরসভা, সরকারি অফিস এবং বিভিন্ন নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। সেইসব ঘটনার দৃশ্য এগুলো। 

একই ভিডিও সেইসময় নেপালের দাবিতে Nigeani Post, Digital Voice Media সহ সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতে দেখা যায়। 

উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর জেন-জিদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। 

সুতরাং, গত সেপ্টেম্বর মাসে নেপালের আন্দোলনের ভিডিওকে বাংলাদেশে পাহাড়ি যুবক কর্তৃক বাঙালি যুবককে লাথি দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img