যুবলীগের সম্রাটের সাম্প্রতিক অবস্থান কর্মসূচি দাবিতে ২০২৪ সালে কোটা আন্দোলনকালীন সময়ের ভিডিও প্রচার 

সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের তাদের সকল নেতাকর্মীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে। এরই প্রেক্ষিতে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা দক্ষিণের রাজপথ দখলে নিয়ে মাঠে নেমেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাই মাসে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের রাস্তায় অবস্থান কর্মসূচি পালনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ জুলাইয়ে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৩ মিনিট ৩৬ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম সংবাদ প্রকাশের ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ, ২০২৪ সালের ১৬ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটির ফিচারে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের সাদৃশ্য রয়েছে। 

Screenshot from Songbad Prokash website 

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলনরত শিক্ষার্থীদের রুখে দিতে রাজধানীর গুলিস্তানে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত (তৎকালীন) সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এসময় সম্রাটকে স্বাধীনতার পক্ষে নানা স্লোগান দিতে দেখা গেছে। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

উল্লেখ্য, অস্ত্র মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল। তবে, সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

সুতরাং, ২০২৪ সালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের অবস্থান কর্মসূচির ভিডিওকে সম্প্রতি সম্রাট পদ ফিরে পেয়ে ঢাকা দক্ষিণের রাজপথ দখলে নিয়ে মাঠে নেমেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img