সাংবাদিক ইলিয়াস বিদেশ থেকে চাঁদাবাজি করছে দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার  

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “সাংবাদিক ইলিয়াসের বিদেশ থেকে ফোন করে দেশে চাঁদাবাজি করে যাচ্ছে… বিদেশ থেকে বলে দেয় দেশে চাঁদাবাজরা চাদা কালেকশন করে কমিশন ইলিয়াসকে পাঠিয়ে দেন…. এভাবেই চলছে..”

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সাথে সাংবাদিক ইলিয়াস হোসেনের কোনো সম্পর্ক নেই বরং, ভিডিওতে আওয়ামী লীগ নেতাদের দ্বারা বিদেশ থেকে ফোনকলের মাধ্যমে চাঁদা চাওয়ার অভিযোগ করতে দেখা যায় কতিপয় ভুক্তভোগীকে। 

এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে একুশে টিভির পেজে ২৭ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘বিদেশ থেকে ফোনে চাঁদা চাইছে আ.লীগ নেতারা।’ ভিডিও পর্যালোচনায় দেখা যায়, কয়েকজন ভুক্তভোগী সাংবাদিকদের কাছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিদেশ থেকে চাঁদাবাজির অভিযোগ করছেন। ভিডিওর কোনো অংশেই সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রসঙ্গ আসেনি। 

অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটির সাথে ইলিয়াস হোসেনের কোনো সম্পর্ক নেই।   

তাছাড়া, অন্যান্য গণমাধ্যমেও এ সংক্রান্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, সাংবাদিক ইলিয়াস হোসেন বিদেশ থেকে চাঁদাবাজি করছে দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img