সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ব্যাপকভাবে ফরওয়ার্ড হয়েছে যেখানে দাবি করা হয়েছে, ‘সমস্ত ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি | এই বার্তাটি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল ব্যবহারকারীর কাছে পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনে ইনস্টাগ্রামে কিছু প্রযুক্তিগত সমস্যার (technical glitches) সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে, প্রত্যেক ব্যবহারকারীকে অবশ্যই ৩০ অক্টোবরের আগে অন্তত ২০ জনকে এই বার্তাটি পাঠাতে হবে। যদি আপনি এটি করতে ব্যর্থ হন, তবে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় (temporarily disabled) হয়ে যেতে পারে এবং আপনি তা পুনরায় সক্রিয় করতে পারবেন না। তবে, যদি আপনি এই বার্তাটি ২০ জনকে পাঠান, তাহলে পরবর্তী আপডেটের পর আপনার অ্যাকাউন্টে একটি নতুন ফিচার সক্রিয় হয়ে যাবে। অনুগ্রহ করে ৩০ অক্টোবরের আগে দ্রুত পদক্ষেপ নিন। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ, ইনস্টাগ্রাম টিম’ (অনূদিত)

এছাড়াও, ফেসবুকে ভারতীয় নানা অ্যাকাউন্ট থেকেও এরূপ মেসেজ আর কেউ পেয়েছেন কি না তা জিজ্ঞেস করতে দেখা যায়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মেসেজটি ৩০ অক্টোবরের পূর্বে অন্তত ২০ জনকে না পাঠালে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে ডিজেবল বা নিষ্ক্রিয় হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এরূপ কোনো ঘোষণা দিলে তা দেশি বিদেশি মূলধারার গণমাধ্যমে ব্যপকভাবে প্রচার করা হতো।
এছাড়াও, মেটার ওয়েবসাইটের নিউজরুম ও ইনস্টাগ্রামের ওয়েবসাইটের ব্লগের ঘোষণার অংশ পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। মেটার ওয়েবসাইটের নিউজরুমে ইনস্টাগ্রামের বিষয়ে সর্বশেষ পোস্টটি গত ১৪ অক্টোবরে প্রচার হতে দেখা যায়। যেখানে বলা হয়, ‘আজ আমরা ঘোষণা করছি যে ইনস্টাগ্রামে টিনেজারদের অ্যাকাউন্ট এখন থেকে ডিফল্টভাবে PG-13 মুভি রেটিং নির্দেশনা অনুসরণ করবে। এর মানে হলো, টিন ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে এমন ধরনের কনটেন্ট দেখতে পাবেন, যা তারা সাধারণত একটি PG-13 রেটিংপ্রাপ্ত সিনেমায় দেখতে পান। ১৮ বছরের নিচের ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা ১৩+ সেটিংসে রাখা হবে, এবং তারা পিতামাতা বা অভিভাবকের অনুমতি ছাড়া এই সেটিং পরিবর্তন করতে পারবে না।..’ (অনূদিত)
উক্ত ঘোষণায় আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
অনুসন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটকে জড়িয়ে অন্যান্য দেশে এরূপ আরেকটি দাবি প্রচার হতে দেখা যায় যেখানে দাবি করা হয়, ২ ঘন্টার ভেতর ২০ জনকে একটি মেসেজ না পাঠালে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট স্থগিত (suspended) হয়ে যাবে। উক্ত দাবির প্রেক্ষিতে আমেরিকান ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘লিড স্টোরিজ’ এর ওয়েবসাইটে গত ২১ অক্টোবরে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায় যেখানে আলোচিত দাবি ভুয়া বলে জানানো হয়। এছাড়াও, এর আগে আরো নানা সময়ে এরূপ দাবি প্রচার হতে দেখা যায় কিন্তু কোনোটিরই সত্যতা পাওয়া যায়নি।
এরূপ মেসেজের বিষয়ে অনুসন্ধানে মাইক্রোসফটের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৭ আগস্টে প্রকাশিত একটি নিবন্ধ পাওয়া যায়। নিবন্ধে বলা হয়, এরূপ মেসেজকে মূলত ‘চেইন লেটার’ বলা হয়ে থাকে। চেইন লেটার হলো এমন একটি বার্তা, যা প্রাপককে চাপ দেয় যেন সে বার্তাটি আরও কয়েকজনের কাছে পাঠায় বা ফরওয়ার্ড করে। চেইন লেটার সাধারণত নির্দিষ্ট করে দেয় যে কতজনকে বার্তাটি পাঠাতে হবে। আজকাল চেইন লেটার ইমেইল, সামাজিক যোগাযোগমাধ্যম বা টেক্সট মেসেজের মাধ্যমে ছড়ায়। এরূপ কিছু সাধারণ ধরণের চেইন লেটারের প্রকৃতি হলো: ধনসম্পদ সম্পর্কিত চেইন লেটার, রসিকতাপূর্ণ চেইন লেটার, সৌভাগ্য সম্পর্কিত চেইন লেটার, ভয় বা আতঙ্ক সৃষ্টিকারী চেইন লেটার। নিবন্ধটিতে আরো বলা হয়, যদি কখনো কোনো চেইন লেটার পান, সেটিকে উপেক্ষা করুন, মুছে ফেলুন, অথবা ফেলে দিন। এই ধরনের বার্তা উপেক্ষা করলে কোনো ক্ষতি বা শাস্তি হয় না, যত ভয়ঙ্করই তা শোনাক না কেন। বরং, কিছু ক্ষেত্রে এমন বার্তা পাঠানো আইনভঙ্গ বা অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
সুতরাং, ৩০ অক্টোবরের পূর্বে অন্তত ২০ জনকে আলোচিত মেসেজ না পাঠালে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে ডিজেবল বা নিষ্ক্রিয় হয়ে যাবে শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Meta – Instagram News
- Instagram – Blog Announcements
- Microsoft – What’s a chain letter? Pass it on!
- Rumor Scanner’s analysis





