সম্প্রতি ‘ভারতে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টিমারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে দিল্লি হায়দরাবাদ হাউজে পৌছেছেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দিল্লির হায়দ্রাবাদ হাউজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাক্ষাৎ দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও। প্রকৃতপক্ষে, ২০২৩ সাল থেকে ভারতের তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্ট প্রাঙ্গণের দৃশ্য দাবিতে ইন্টারনেটে থাকা একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে কিয়ার স্টারমারের সাক্ষাতের দাবিটির বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এই বিষয়ে অনুসন্ধানে ABHI’S MOTIVATION নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৮ জানুয়ারি ‘Chief Justice Sri Ujjal Bhuyan High Security Convoy || High Court for the state of Telangana’ শিরোনামে প্রচারিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্ট প্রাঙ্গণে তেলেঙ্গানা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শ্রী উজ্জ্বল ভূঁইয়ার উচ্চ নিরাপত্তাযুক্ত গাড়িবহরের দৃশ্য।
উক্ত ভিডিওতে একাধিক গাড়ির সামনে ‘HIGH COURT FOR THE STATE OF TELANGANA’ লিখা প্লেট দেখতে পাওয়া যায়। তবে, ভিডিওটি তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির নিরাপত্তাযুক্ত গাড়িবহরের দৃশ্য কিনা, তা নিশ্চিত করা যায়নি।
এছাড়া, গুগল ম্যাপে তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের সাথেও প্রচারিত ভিডিওটির স্থানের মিল খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওতে থাকা স্থানটি তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্ট প্রাঙ্গণ, দিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউজ নয়।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ভারত সফরে এসেছিলেন। তবে, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত সফরে শেখ হাসিনার সাথে তার দেখা করার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ভারতের তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্ট প্রাঙ্গণের একটি পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিওকে ভারতের হায়দ্রাবাদ হাউজে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে শেখ হাসিনার সাক্ষাতের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- ABHI’S MOTIVATION – Chief Justice Sri Ujjal Bhuyan High Security Convoy || High Court for the state of Telangana
- High Court For The State Of Telangana – Google Map
- Hindustan Times – UK PM Keir Starmer lands in Mumbai for first India visit





