ঢাকায় ছাত্রলীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি প্রায় ২ বছর পুরোনো

সম্প্রতি, ঢাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মিছিল করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ‘ঢাকার রাস্তাঘাট আজ গর্জে উঠেছে ছাত্রলীগের স্লোগানে। তারুণ্যের উচ্ছ্বাস, দেশপ্রেমের জোয়ার আর ঐক্যের অঙ্গীকারে প্রমাণ হয়েছে-ছাত্রলীগ মানেই বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে চলা শক্তি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ 

উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকায় ছাত্রলীগের মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, এটি ২০২৩ সালের ১৫ নভেম্বর রাতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মিছিলের ভিডিও।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে ২০২৩ সালের ১৫ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পীর ফেসবুক অ্যাকাউন্টে ‘আইসো রাজপথে’ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner 

পরবর্তীতে একই বছরের ১৬ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডুর ফেসবুক অ্যাকাউন্টে ‘দেশরত্ন শেখ হাসিনা’র অতন্দ্র প্রহরী হয়ে,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সর্বদা রাজপথে থাকবে।’ ক্যাপশনে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

সেসময় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা টাইমস এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেত হয়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে যোগ দিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, বিভিন্ন হল শাখা, বিভিন্ন কলেজ শাখা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Indicated by Rumor Scanner 

প্রতিবেদনটির ফিচার ইমেজে থাকা ছবিতে রাজিবুল ইসলাম বাপ্পী ও সজল কুন্ডুকে আলোচিত ভিডিওর মতো একই পোশাকে দেখা যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় আলোচিত ভিডিওটি ২০২৩ সালের ১৫ নভেম্বর তারিখের।

সুতরাং, ঢাকায় ছাত্রলীগের সাম্প্রতিক সময়ের মিছিল দাবিতে প্রায় ২ বছর পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img