‘পাকিস্তানের কাছে ম্যাচ বিক্রি করেছে বাংলাদেশ’ বলে মন্তব্য করেননি ভিরাট কোহলি

গত ২৫ সেপ্টেম্বরে এশিয়া কাপের সুপার ফোরে এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ম্যাচ হারে ১১ রানে। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে একটি কথিত সংবাদ প্রতিবেদন প্রচার করে দাবি করা হয়েছে, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হারার বিষয়ে ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি বলেছেন, “পাকিস্তানের কাছে ম্যাচ বিক্রি করে হেরেছে বাংলাদেশ। ইজি জেতা ম্যাচ কেউ আবার এভাবে হারে?”

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের কাছে ম্যাচ বিক্রি করেছে বাংলাদেশ শীর্ষক কোনো মন্তব্য করেননি ভিরাট কোহলি বরং, ২০২০ সালে কোহলি ও তামিম ইকবালের একটি লাইভ ভিডিওর ফুটেজ ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত।ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ভিরাট কোহলির একটা ভিডিও দেখিয়ে বলা হয়, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হারার বিষয়ে ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি বলেছেন, “পাকিস্তানের কাছে ম্যাচ বিক্রি করে হেরেছে বাংলাদেশ। ইজি জেতা ম্যাচ কেউ আবার এভাবে হারে?”

কোহলির উক্ত ভিডিও ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফুটেজটি তামিম ইকবালের ইউটিউব চ্যানেল ‘Tamim Iqbal’-এ ২০২০ সালের ১৮ মে ‘#TI28 Tamim Iqbal Live with Virat Kohli’ শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিও এর ৩ মিনিট ১০ সেকেন্ড পরবর্তী সময় থেকে নেওয়া হয়েছে। সেখানে করোনাকালীন সময়ে নিম্নবিত্ত মানুষদের জন্য কিছু শিথিলতা বিষয়ে আলোচনার সময় ভিরাট কোহলি এরূপ মন্তব্য করেন।

Comparison : Rumor Scanner

এছাড়াও, ভিডিওটি থেকে জানা যায়, মূলত করোনাকালীন সময় তামিম ইকবাল কোহলিকে নিয়ে তার ইউটিউব চ্যানেলে উক্ত লাইভ ভিডিওটি প্রচার করেন। লাইভে তারা সেসময়ের করোনা পরিস্থিতি এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। যার সাথে আলোচিত দাবির কোনো প্রকার সম্পর্ক নেই।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

সুতরাং, ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি ‘পাকিস্তানের কাছে ম্যাচ বিক্রি করেছে বাংলাদেশ’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img