গতকাল ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এর মধ্যেই খাগড়াছড়ি সদরের পাশের উপজেলা গুইমারা বাজারে আগুন দেওয়া ও সংঘর্ষ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় এখন পর্যন্ত গুলিতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হন সেনাবাহিনীর সদস্য, পুলিশসহ অন্তত ২০ জন। এরই প্রেক্ষিতে, “উপজাতিরা সোনাবাহিনীকে ধরে নিয়ে গিযে প্রায় দুঘন্টা টর্চার করে ছেড়ে দেয়। সেনাবাহিনীর উচিত পরিকল্পিত ব্যবস্থা গ্রহন করা।” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় সেনাসদস্যকে নির্যাতনের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত জুলাইয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার ঘোষণার জেরে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে সেনাসদস্য আহত হওয়ার ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে গত ২২ জুলাই ‘শিক্ষার্থীদের আ/ক্র/মণে সেনা সদস্য গু/রুতর আ/হত’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ২৬ সেকেন্ড থেকে ৩২ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৩ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুলাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সচিবালয়ের ভেতরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেনাসদস্যরাও শিক্ষার্থীদের ধাওয়া করেন। এ ঘটনায় অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত এবং পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্যও আহত হন।
অর্থাৎ, ভিডিওটি খাগড়াছড়িতে পাহাড়ি কর্তৃক সেনাসদস্যকে নির্যাতনের নয়।
সুতরাং, গত জুলাইয়ের ভিন্ন ঘটনার ভিডিওকে পাহাড়ি কর্তৃক সেনাসদস্যকে নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Ittefaq – শিক্ষার্থীদের আ/ক্র/মণে সেনা সদস্য গু/রুতর আ/হত |
- Prothom Alo – সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ