খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলশিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জুম্ম ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে গতকাল (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শান্তি চুক্তির আওতায়, সেনাবাহিনী যে সকল ক্যাম্প প্রত্যাহার করেছিল, আগামী ৭ দিনের মধ্যে সেই সমস্ত ক্যাম্পে সেনাবাহিনী পুনর্মোতায়েন করবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শান্তি চুক্তির আওতায় প্রত্যাহার করা সেনা ক্যাম্প ফের স্থাপনের কোনো সিদ্ধান্তের কথা জানাননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বরং, কোনো তথ্য প্রমাণ ব্যতিত ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে গতকাল (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে প্রকাশিত এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। The Daily News নামের এই পেজে আলোচিত দাবির বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। একই ফটোকার্ডের আদলে সে সময় আরো দুইটি পোস্ট করা হয় পেজটিতে। একটিতে দাবি করা হয়, তিন পার্বত্য অঞ্চলে বিশাল সেনা মোতায়েন, সাথে আছে “কমান্ডো”। অন্য পোস্টটিতে দাবি করা হয়, সেনাবাহিনীর একটি বড় দল (হিলট্র্যাকস কমান্ডো, হিলট্র্যাকস স্পেশাল ফোর্স) পার্বত্য চট্টগ্রামের উদ্দেশ্যে বিমানযোগে উড়াল দিয়েছে।

এসব পোস্টেও দাবিগুলোর বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
সূত্রপাতের সময় ধরে অনুসন্ধান করে জাতীয় দৈনিক সমকাল পত্রিকার আজ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
একই বৈঠকের বিষয়ে গতকাল দুপুরেই সংবাদ প্রকাশ করে আরেক গণমাধ্যম বাংলা ট্রিবিউন। সেখানেও একই তথ্য উল্লেখ করা হয়। তবে সেনাক্যাম্প পুনরায় স্থাপন সংক্রান্ত ঘোষণার বিষয়ে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
এই ধরনের ঘোষণা আসলে তা গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়া স্বাভাবিক ছিল। তবে নির্ভরযোগ্য সূত্রগুলোয় এমন ঘোষণা সংক্রান্ত কোনো তথ্যই পাওয়া যায়নি।
তাছাড়া, আজও স্বরাষ্ট্র উপদেষ্টা খাগড়াছড়ির বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সেখানেও এ বিষয়ে তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং, শান্তি চুক্তির আওতায় প্রত্যাহার করা সেনা ক্যাম্প ফের স্থাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis