খাগড়াছড়িতে সেনাবাহিনী ও বিজিবির ওপর পাহাড়িদের হামলা ও অস্ত্র লুটের দাবিতে নেপালের ভিডিও প্রচার

গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। চলমান জুম্ম ছাত্র-জনতার সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, ১৩ সেনাসদস্য ও ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এরই প্রেক্ষিতে “১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনীর বিজিবির উপর পাহাড়িদের হামলা অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, সাম্প্রতিক সময়ে নেপালে সংঘটিত জেন-জি বিক্ষোভের ভিডিওকে খাগড়াছড়ির চলমান উত্তেজনার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Ramesh Magar’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ০৯ সেপ্টেম্বরে প্রচার হওয়া একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৫৫ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওটির ক্যাপশনে স্থানের উল্লেখ না থাকলেও সেসময়ে নেপালে সংঘাতের বেশ কয়েকটি (এক, দুই, তিন) ভিডিও খুঁজে পাওয়া যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত এই ভিডিওটি নেপালের। 

চলতি বছরের সেপ্টেম্বর মাসে নেপালে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম  নিষিদ্ধকরণকে কেন্দ্র করে দুর্নীতি বিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়। এতে প্রাণহানি ঘটে এবং হাজারো বন্দি কারাগার থেকে পালিয়ে যায়। পরিস্থিতির চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং সেনাবাহিনী রাজধানীতে কারফিউ জারি করে নিয়ন্ত্রণ নেয়। পরবর্তীতে, নেপালের অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকি শপথ নেন। 

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে গুগল ম্যাপের সহায়তায় জিওলোকেশন বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, এটি নেপালের পুলিশ সার্কেল, গৌশালা (রিং রোড) নামক একটি জায়গা। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ কিংবা খাগড়াছড়ির নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

সুতরাং, নেপালে সংঘর্ষের ভিডিওকে খাগড়াছড়িতে সেনাবাহিনী ও বিজিবির ওপর পাহাড়িদের হামলা ও অস্ত্র লুটের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img