বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে আন্দোলনকারীদের সড়ক অবরোধ আর প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই গত ২৮ সেপ্টেম্বর গুইমারা উপজেলায় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষে অন্তত তিন জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় প্রশাসন।
এসব ঘটনার প্রেক্ষিতে ‘দেখেন পাহাড়ি উপজাতিরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভ্রান্ত ছড়াচ্ছে।…’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি খাগড়াছড়ির সাম্প্রতিক ইস্যুতে বাংলাদেশের কোনো পাহাড়ি ব্যক্তির নয়। প্রকৃতপক্ষে, একটি বিদেশী স্ক্রিপ্টেড ভিডিওকে বাংলাদেশি পাহাড়ি ব্যক্তির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Kalseng Sangma Page নামক ফেসবুক প্রোফাইলে গত ১৮ জুলাই প্রকাশিত আলোচিত ভিডিওর অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশনে ‘কাঁদতে কাঁদতে হেসে দিলাম’ বলা হয়েছে।
‘Kalseng Sangma Page’ প্রোফাইলটির অ্যাবাউট সেকশনে উল্লেখ আছে যে এটি একটি ‘Actor’ প্রোফাইল। এই সেকশনের তথ্য অনুসারে, এই প্রোফাইলটি ভারত থেকে পরিচালিত হচ্ছে। প্রোফাইলের নিকনেম হিসেবে ‘Local Funny Reels’ উল্লেখ রয়েছে এবং প্রোফাইলটি ঘুরেও অসংখ্য বিনোদনমূলক রিলস ও পূর্ণদৈর্ঘ্য ভিডিও পাওয়া গেছে।
পরবর্তীতে, Kalseng Sangma Page এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও আলোচিত ভিডিওর অনুরূপ ভিডিওটি রয়েছে। এছাড়া, একই বিষয়বস্তুর আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটির ‘About this account’ সেকশনে দেখা যায়, অ্যাকাউন্টটি ভারত থেকে পরিচালনা করা হয়৷
অর্থাৎ, ওই ব্যক্তি ভারতে বসবাস করেন এবং সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন।
সুতরাং, খাগড়াছড়ির বিক্ষোভ ইস্যুতে বাংলাদেশি পাহাড়ি ব্যক্তির ভিডিও দাবিতে ভারতীয় ব্যক্তির স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷