খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলশিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জুম্ম ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে, ‘গতকাল (২৮ সেপ্টেম্বর) বিজিবিদের ক্যাম্পে আগুন দিয়েছে পাহাড়িরা অস্ত্র লুট করে নিয়ে উল্লাস করছে’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের খাগড়াছড়ির নয় বরং, নেপালের রাজধানী কাঠমান্ডুর।
অনুসন্ধানে ‘Chandragiri Television’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৯ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

‘Chandragiri Television’ নামক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত পেজটি নেপাল থেকে পরিচালিত হচ্ছে।

পরবর্তীতে ভিডিওটির সূত্র ধরে গুগল ম্যাপে অনুসন্ধান চালিয়ে রিউমর স্ক্যানার টিম আলোচিত স্থানের অবস্থান শনাক্ত করে। যাচাইয়ে দেখা যায়, স্থানটি নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।

সুতরাং, নেপালের ভিডিওকে খাগড়াছড়িতে বিজিবি ক্যাম্প থেকে পাহাড়িদের অস্ত্র লুটের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Chandragiri Television- Facebook Post
- Chandragiri Television- Facebook Page
- Google Location