ড. ইউনূসের আপত্তিকর মূর্তির ছবি দাবিতে সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি আপত্তিকর মূর্তি বানানো হয়েছে দাবিতে একটি মূর্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা আপত্তিকর ওই মূর্তি পরিদর্শনে গিয়েছেন দাবিতেও আরেকটি ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ড. মুহাম্মদ ইউনূস আপত্তিকর ওই মূর্তি পরিদর্শনে গিয়েছেন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূসের আপত্তিকর মূর্তির ছবিটি আসল নয়। এছাড়াও তাদের সেই মূর্তি পরিদর্শনে যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটিও বাস্তব নয়। প্রকৃতপক্ষে, ভারতে ন্যাংটা কার্তিক পূজার জন্যে তৈরিকৃত মূর্তির ছবি ডিজিটাল প্রযুক্তি সহায়তায় সম্পাদনার মাধ্যমে কার্তিকের মাথার স্থলে ড. ইউনূসের মাথার অবয়ব যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। তৈরিকৃত ছবিটি ড. ইউনূসের গণভবনে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের একটি ছবির সাথে যুক্ত করে দ্বিতীয় ছবিটি তৈরি করা হয়েছে।

ছবি যাচাই ১

আলোচিত মূর্তিটির বিষয়ে অনুসন্ধানে রিসার্চ ইমেজ সার্চের মাধ্যমে Dream City Katwa: স্বপ্নের শহর কাটোয়া. নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ১৫ নভেম্বর প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়।

Screenshot: Facebook 

পোস্টে কাটোয়া নামক এলাকার ঐতিহ্যবাহী ন্যাংটা কার্তিক পূজায় ন্যাংটা কার্তিক মূর্তির কয়েকটি ছবি প্রচার করে পূজা সংক্রান্ত আপডেট জানতে পেজটি ফলো করার আহ্বান জানানো হয়। প্রচারিত মূর্তিগুলোর ছবি পর্যালোচনা করে দেখা যায়, এতে থাকা একটি ছবির সাথে ড. ইউনূসের মূর্তির ছবি দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে। উভয় ছবির পারিপার্শ্বিক অবস্থা এবং মূর্তির গঠন হুবহু একই।

Image Comparison by Rumor Scanner

এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, ২০২৪ সালে কাটোয়া নামক এলাকায় অনুষ্ঠিত ন্যাংটা কার্তিক পূজার এই মূর্তির ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।  

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম NEWS 18 বাংলা-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কাটোয়া হল ভারতের পূর্ব বর্ধমান জেলার একটি শহর। কাটোয়া তার ন্যাংটা কার্তিক পূজার জন্যে ব্যাপক জনপ্রিয় বলেও জানা যায়। 

প্রতিবেদন থেকে আরও জানা যায়, কাটোয়ার ন্যাংটা কার্তিক পূজার পেছনে একটি আখ্যান রয়েছে। বলা হয়ে থাকে, ভাগীরথী নদী ও অজয় নদের তীরবর্তী এই শহর একসময় আমদানি ও রপ্তানির জন্য জনপ্রিয় হয়ে ওঠে। যার কারণে বিভিন্ন জায়গার বণিকদের আনাগোনা বেড়ে যায়। যাকে কেন্দ্র করে শহরে নিষিদ্ধপল্লির যাত্রা শুরু হয়। নিষিদ্ধপল্লির রক্ষিতারা একসময় একটা অবলম্বন খুঁজতে তাদের গ্রাহকদের কাছে সন্তানলাভের প্রার্থনা জানাতো। 

তৎকালীন সমাজে রক্ষিতাদের সন্তানদের কোনও স্বীকৃতি ছিল না। তাই নিষিদ্ধপল্লির মহাজনেরা এই কার্তিক পূজার প্রচলন করেছিলেন। কার্তিককে পুরাণে প্রজননের দেবতা হিসেবেই কল্পনা করা হয়। এভাবেই কাটোয়ার ন্যাংটো কার্তিক বা খোকা কার্তিকের পূজা শুরু হয়।

ছবি যাচাই ২

পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যদের আলোচিত কথিত মূর্তিটি পরিদর্শনে যাওয়ার ছবিটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার ইংরেজি ভাষার গণমাধ্যম The Business Standerd-এর ওয়েবসাইটে গত ৫ আগস্ট CA inspects progress of July Uprising Memorial Museum শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Image Comparison by Rumor Scanner 

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, এতে ব্যবহৃত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে। তবে ছবিটিতে মূর্তির পরিবর্তে দেয়ালে ফ্রেমবন্দী একটি শার্ট ও জুতার ছবি দেখতে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ছবিগুলো গত ৫ আগস্ট গণভবনে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময় তোলা হয়েছে।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের আপত্তিকর মূর্তি কিংবা তার সেটি পরিদর্শনে যাওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img