ঢাকায় আওয়ামী লীগের মিছিল দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, ঢাকায় আওয়ামী লীগের মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে জনতাকে ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে।’ স্লোগান দিতে দেখা যায়। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

গত সপ্তাহে প্রকাশিত এই ভিডিওটি এখন পর্যন্ত দেড় লক্ষাধিক বার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ঢাকায় আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক অবস্থাতে খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। মিছিলে থাকা ব্যক্তিদের মুখের সাথে স্লোগানের অমিল এবং মুখাভঙ্গির অসংগতি রয়েছে। 

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

Screenshot: DeepFake-o-meter

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীর সংসদ ভবন এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে মিছিলটি শুরু হয়ে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করে।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ঢাকায় আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।  

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img