জয় বাংলা স্লোগানে চট্টগ্রামের সাধারণ মানুষ রাস্তায় নেমে গিয়েছে দাবিতে এআই ভিডিও প্রচার 

সম্প্রতি জয় বাংলা স্লোগানে চট্টগ্রামের সাধারণ মানুষ রাস্তায় নেমে গিয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের সাধারণ মানুষ রাস্তায় নেমে জয় বাংলা স্লোগান দিচ্ছে দাবিতে প্রচারিত এই ভিডিওটি আসল নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। 

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতে খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। মিছিলে থাকা প্লেকার্ডের লিখাগুলোও অর্থপূর্ণ কোনো বাক্য বা শব্দের নয়। 

Screenshot from Tiktok by Rumor Scanner

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, চট্টগ্রামে এমন মিছিল হলে মূলধারার গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রচার হতো। তবে এক্ষেত্রে মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও এ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। 

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। 

Screenshot from DeepFake-o-meter by Rumor Scanner 

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের আদলে ভিডিও তৈরির সময় ১২ তরুণকে আটক করা হয়। পরবর্তীতে, আটক ঐ ১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। 

সুতরাং, এআই দিয়ে তৈরি করা ভিডিওকে চট্টগ্রামের সাধারণ মানুষ রাস্তায় নেমে জয় বাংলা স্লোগান দিচ্ছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img