গত ১০ সেপ্টেম্বর, “নরসিংদী এলাকার সকল আওয়ামী লীগ মাঠে নেমে পড়েছে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” সহ বিভিন্ন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং আওয়ামী লীগের এমন কোনো সমাবেশও অনুষ্ঠিত হয়নি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে নরসিংদীতে কোটা আন্দোলনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চ করে “Md Helal” নামক ফেসবুক অ্যাকাউন্টে ওয়েবসাইটে ২০২৪ সালের ১৯ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। তবে ভিডিওটির ক্যাপশনে উক্ত ঘটনা সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে, “Alamin Miah” নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ জুলাই “নরসিংদী জেলখানার মোড় কোটা আন্দোলনকারীরা” শিরোনামে প্রচারিত একই ঘটনার ভিন্ন ফ্রেমের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে দেশ টিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ১৬ জুলাই “নরসিংদীতে কোটা বিরোধী আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই (মঙ্গলবার) নরসিংদীতে কোটা বিরোধী আন্দোলনকারীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। এসময় তারা মহাসড়কে অগ্নিসংযোগ ও ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে তারা অবস্থান নিয়ে ঢাকার সাথে সিলেটের যোগাযোগ বন্ধ করে দেয়। এর আগে দুপুর সাড়ে তিনটায় কোটাবিরোধীরা জেলখানার মোড়ে জড়ো হতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ছাত্রলীগ ও কোটা বিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১,২,৩) প্রকাশ করে।
সুতরাং, ২০২৪ সালে নরসিংদীর কোটা আন্দোলনের ভিডিওকে সম্প্রতি আওয়ামী লীগের সমাবেশের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Md Helal – Facebook Post
- Alamin Miah – YouTube Video
- Deshtv – নরসিংদীতে কোটা বিরোধী আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ