সম্প্রতি মহেশখালীর মাতারবাড়িতে প্রকাশ্যে জামায়াতের সদস্যরা আওয়ামীলীগ নেতার পা কেটে হত্যা করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মহেশখালীর মাতারবাড়ির আলোচিত এই হত্যাকাণ্ডের কারণ রাজনৈতিক বিবাদ নয়। প্রকৃতপক্ষে, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরস্পর চাচাতো ও জেঠাতো ভাইদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাইয়েরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জেঠাতো ভাইকে হত্যা করে। এটি সেই ঘটনারই ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘R.m. Iftekhar’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ০৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

পোস্টটির ক্যাপশনে বলা হয়, ‘মাতারবাড়িতে হৃদয়বিদারক ঘটনা! নিজের ভাইয়ের পা নিজেই কেটে ফেলে হত্যা -কী ভয়ংকর অবস্থা! আমরা কোথায় যাচ্ছি? মানবিকতা আর ধৈর্য কোথায় হারিয়ে ফেলেছি?’।
উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক আজাদী’র ওয়েবসাইটে একই তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, গত ০৮ সেপ্টেম্বর মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট গ্ৰামের কচুতলা এলাকায় জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরস্পর চাচাতো ও জেঠাতো ভাইদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাইয়েরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে জেঠাতো ভাইকে। নিহত শামসুল আলমের সাথে তার আপন চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল বলেও জানা যায়।
এছাড়া, আলোচ্য বিষয়ে দৈনিক ইনকিলাবের ওয়েবসাইটে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যেখান থেকে একই তথ্য জানা যাচ্ছে।
উল্লিখিত প্রতিবেদনগুলো কোনোটিতেই আলোচিত খুনের ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা কথা উল্লেখ করা হয়নি।
সুতরাং, মহেশখালীর মাতারবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হওয়া হত্যাকাণ্ডের ঘটনাকে জামায়াত সদস্যরা আওয়ামীলীগ নেতার পা কেটে হত্যা করেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- R.m. Iftekhar: Facebook Video
- Dainik Azadi: মহেশখালীতে চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন, কেটে নিল পা
- Daily Inqilab: মহেশখালীর মাতারবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁচত ভাই কে পা কেটে হত্যা