গত ২১ আগস্ট (বৃহস্পতিবার) রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এরই প্রেক্ষিতে, গত ২২ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ঢাকা কলেজে একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আজ সকালে. সেনাপ্রধান কই, মব ধামে নাই.’ শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা কলেজ – সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঢাকা কলেজের কোনো ছাত্র মারা যাননি। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি গত ২২ জুলাই অর্থাৎ অন্তত ১ মাস আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। উক্ত পুরোনো ভিডিও দিয়ে আলোচিত দাবি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের গত ২১ আগস্ট সংঘর্ষে বা সংঘর্ষের পরবর্তী সময়ে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে কেউ মারা গেছে কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, ভিডিওটিতে থাকা বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম। ‘Financial Post’ লেখার সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ২২ জুলাই ‘সচিবালয়ের ভেতর থেকে আহত শিক্ষার্থীকে নিয়ে হসপিটালের পথে সহপাঠীরা…’ শিরোনামে ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, ভিডিওটি গত ২১ আগস্ট ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রায় ১ মাস আগের।
গণমাধ্যম থেকে জানা যায়, গত ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনার পর গভীর রাতে হঠাৎ করে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত কেন আগে নেওয়া হলো না এবং কেন রাত ৩টায় এমন সিদ্ধান্ত নেওয়া হলো -এই ক্ষোভে পরদিন অর্থাৎ ২২ জুলাই ঢাকা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা শিক্ষা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বের করতে লাঠিচার্জ করে।
সুতরাং, পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে সম্প্রতি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা কলেজের একজন ছাত্র মারা গেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Financial Post : সচিবালয়ের ভেতর থেকে আহত শিক্ষার্থীকে নিয়ে হসপিটালের পথে সহপাঠীরা…
- The Daily Star : সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ, আহত অন্তত ৪০