সম্প্রতি, জাতিসংঘ সদরদপ্তর কর্তৃক বাংলাদেশে চলমান সহিংসতা ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সেনা প্রবেশের নির্দেশ পেয়েছে, তারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল ও নির্বাচিত আওয়ামী সরকারের হাতে ক্ষমতা পুনর্বহাল করার জন্য কাজ করবে – এই দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। যেখানে মার্কিন সেনাবাহিনীর সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ জেনারেল জেমস সি. ম্যাককনভিলকে কথা বলতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির সাথের প্রচারিত দাবিগুলোর কোনো সম্পর্ক নেই। এছাড়া, ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, অন্তত ২০২৩ সালের ১৮ মে থেকে ইন্টারনেটে বিদ্যমান মার্কিন সেনাবাহিনীর সেনাবাহিনীর সেই সময়ের চিফ অফ স্টাফ জেনারেল জেমস সি. ম্যাককনভিল -এর ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার ভিডিওর একটি অংশের অডিও কাট কিংবা মিউট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া, সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘ এমন কোনো উদ্যোগ নেয়নি।
এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কথা বলা ব্যক্তিমার্কিন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল জেমস সি. ম্যাককনভিল বলে জানা যায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এটা একটা নির্মম, হিংস্র লড়াই তবে, যুদ্ধটি শুধুমাত্র ভূমিতে নয়, আকাশ, সমুদ্র, সাইবার ও মহাকাশেও চলছে। এই যুদ্ধের প্রধান শিক্ষা হলো যুদ্ধে সফল হতে হলে সব ক্ষেত্র মিলিয়ে কাজ করতে হয়। এই সেনা কর্মকর্তার কাছে, তাদের (যুদ্ধরত দেশ একটি দেশ) যুদ্ধ করার যে মানসিকতা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । তাদের (যুদ্ধরত দেশ) অস্ত্র, প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা হচ্ছে । বিশ্বের সমর্থন ও তাদের (যুদ্ধ করা দেশ) ইচ্ছাশক্তি যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে।
তবে, সেনাকর্মকর্তার বক্তব্যে যুদ্ধরত দেশটির নাম শুনতে পাওয়া না পাওয়া গেলেও ভিডিওতে থাকা সাবটাইটেলে ১৯ সেকেন্ড অংশে ‘for the Ukrainians, is’ লেখাটি দেখতে পাওয়া যায়। যার ফলে প্রতীয়মান হয় যে বক্তা কথাগুলো ইউক্রেন সম্পর্কে বলেছেন।
আলোচিত ভিডিওটি প্রচার করে ক্যাপশনে বাংলাদেশ সম্পর্কে যেসব দাবি করা হয়েছে সেসব বিষয়ে ভিডিওটিতে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। তাছাড়া, বাংলাদেশ যুদ্ধরত কোনো দেশ নয়। সার্বিক বিবেচনায় রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে ভিডিও ক্লিপটি বাংলাদেশ সম্পর্কে নয় বলে প্রতীয়মান হয়।
পরবর্তীতে, ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চ করে ‘Council on Foreign Relations’ ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ মে ‘U.S. Army chief on Ukraine war lessons’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। তবে, ভিডিওটি ২২ সেকেন্ড অংশে ‘for the Ukrainians, is’ সাবটাইটেল এবং অডিও রয়েছে।

অর্থাৎ, এই ভিডিওর অডিও অংশে থাকা ‘for the Ukrainians’ শব্দগুচ্ছ কাট কিংবা মিউট করে আলোচিত দাবির ভিডিওটি প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, মার্কিন সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, মার্কিন সেনাবাহিনীর বর্তমান চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি এ. জর্জ।
অর্থাৎ, ভিডিওটিতে মার্কিন সেনাবাহিনীর সেই সময়ের চিফ অফ স্টাফ জেনারেল জেমস সি. ম্যাককনভিল বাংলাদেশ সম্পর্কে নয়, ইউক্রেন সম্পর্কে কথা বলেছেন।
সুতরাং, আওয়ামী লীগকে ক্ষমতায় পুনর্বহালের জন্য বাংলাদেশে মার্কিন সেনা প্রবেশের নির্দেশ দিয়েছে জাতিসংঘ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Council on Foreign Relations : U.S. Army chief on Ukraine war lessons
- https://www.army.mil/ : Chief of Staff of the Army General Randy A. George
- Rumor Scanner’s Analysis