গত ৫ আগস্ট মারা যান পর্তুগিজ সাবেক ফুটবলার জর্জ কস্তা। এরই প্রেক্ষিতে জর্জ কস্তা নিহতের সংবাদ প্রচার করে নানা গণমাধ্যম। সংবাদে সদ্য প্রয়াত জর্জ কস্তার ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হয়। যেটি তার ছবি কিনা তা নিয়ে নেটিজেনদের সংশয় জাগে।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ: দেশ টিভি (ফেসবুক), খবর প্রতিদিন২৪, জিনিউজবিডি২৪।
স্বীকৃত গণমাধ্যম ছাড়াও কিছু ফেসবুক পেজ থেকেও আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সদ্য প্রয়াত ফুটবলার জর্জ কস্তার নয়। প্রকৃতপক্ষে ছবিটি আন্তর্জাতিকভাবে স্পেনকে প্রতিনিধিত্ব করা ফুটবলার ডিয়েগো কস্তার যিনি এখনও বেঁচে আছেন।
অনুসন্ধানে জর্জ কস্তার বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এর ওয়েবসাইটে ‘Former Porto captain Costa dies aged 53’ শিরোনামে গত ৫ আগস্টে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটিতে বলা হয়, “সাবেক পোর্তো অধিনায়ক জর্জ কস্তা ৫৩ বছর বয়সে ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্রে হার্ট অ্যাটাকে মারা গেছেন। এই ডিফেন্ডার ২০০৪ সালে কোচ হোসে মরিনহোর অধীনে পর্তুগিজ ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন এবং পর্তুগালের হয়ে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।” প্রতিবেদনটিতে জর্জ কস্তার একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়। ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে প্রাথমিকভাবে দুইজন ভিন্ন ব্যক্তি বলে প্রতীয়মান হয়।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে যুক্তরাজ্য ভিত্তিক খেলাধুলা সম্পর্কিত প্ল্যাটফর্ম ‘স্কাই স্পোর্টস’ এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে একটি ছবির সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে হুবহু মিল পাওয়া যায়। ছবিটিতে থাকা ব্যক্তির বিষয়ে প্রতিবেদনটিতে থেকে জানা যায়, তিনি ডিয়োগো কস্তা এবং সেসময় ইংলিশ প্রিমিয়ার লীগ ক্লাব উলভসে ফিরেন৷ এর আগে তিনি একই লীগের ক্লাব চেলসির হয়ে খেলে ২০১৫ ও ২০১৭ সালে দুইবার লীগ শিরোপা জিতেছেন।

এছাড়াও, ২০২২ সালে ফুটবল ভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল’ এর ওয়েবসাইটেও প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবির সংযুক্তি পাওয়া যায় এবং তার নাম বলা হয়, ডিয়োগো কস্তা।
উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধান করলে ফুটবলারদের ট্রান্সফার ও ডাটা সংক্রান্ত প্ল্যাটফর্ম ট্রান্সফারমার্কেটের ওয়েবসাইটে ডিয়েগো কস্তার প্রোফাইল পাওয়া যায়। প্রোফাইলে দেখা যায় ডিয়েগো কস্তার বয়স ৩৬ বছর এবং এখনও বেঁচে আছেন। তার জন্ম ব্রাজিলে হলেও আন্তর্জাতিক ফুটবল পর্যায়ে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন।
উপরোল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে, জর্জ কস্তা মারা যাওয়ার খবরে সংযুক্ত ছবিটি প্রকৃতপক্ষে ডিয়েগো কস্তা নামক আরেক ফুটবলারের।
সুতরাং, সদ্য প্রয়াত পর্তুগিজ সাবেক ফুটবলার জর্জ কস্তার ছবি দাবিতে আন্তর্জাতিকভাবে স্পেনকে প্রতিনিধিত্ব করা ফুটবলার ডিয়েগো কস্তার ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BBC – Former Porto captain Costa dies aged 53
- Sky Sports – Diego Costa: Former Chelsea striker joins Wolves on a free transfer to return to the Premier League
- GOAL – Wolves sign ex-Chelsea striker Diego Costa as a free agent after winning work permit battle
- Transfermarkt – Diego Costa
- Rumor Scanner’s analysis