গতকাল ২৪ আগস্ট (রবিবার) সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা গ্রুপের সদস্যদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ-র হট্টগোলের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে “এই মুহুর্তে ইসিতে রুমিন ফারহানাকে হেনস্থা করায়, ঢাকায় প্রতিবাদ মিছিলে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের ব্যপক লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Rashed Khan’ নামক এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৭ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ, পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে হামলা চালানোর দৃশ্যের।
উল্লিখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ‘Admission Informer’ নামক ফেসবুক পেজে একই তারিখে অর্থাৎ গত বছরের ১৭ জুলাই আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এই পোস্টটি থেকেও একই তথ্য জানা যায় এবং স্থান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল রোডের উল্লেখ পাওয়া যায়।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ভিডিওকে সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rashed Khan: X Account Video
- Admission Informer: Facebook Page Video