সম্প্রতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসটির ছাত্রলীগের নারী নেত্রীরা প্রকাশ্যে স্লোগান দিচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওতে একদল নারীকে সমাবেত হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যাচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী নারী আন্দোলনকারীর নিজেদের ভুল বুঝতে পেরে ছাত্রলীগে যোগদান করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন দাবিতেও একই ভিডিওটি প্রচার করা হয়।
টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেত্রীদের স্লোগানের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগের নেত্রীদের দেওয়া স্লোগানের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এর কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Study Law নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৩ এপ্রিল ইতিহাসে প্রথমবার রাবিতে ছাত্রলীগের নারীনেত্রীদের স্লোগান শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর ২৮ সেকেন্ড থেকে ৪৫ সেকেন্ডের ফুটেজের সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি সেসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে ধারণ করা হয়। এছাড়াও ভিডিওটির ৩ মিনিট ১০ সেকেন্ডে ‘১৪ তারিখের সম্মেলন; সফল হোক, সফল হোক’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি সেসময় ছাত্রলীগের নেত্রীদের পেছনে থাকা একটি ব্যানারে ‘হল সম্মেলন’ লেখাও দেখতে পাওয়া যায়।

অনুসন্ধানে দেখা যায়, ২০২২ সালের ১৪ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। অর্থাৎ, রাবি ছাত্রলীগের নেত্রীদের স্লোগান দেওয়ার ভিডিওটি ১৩ এপ্রিল ধারণ করা নয়।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজরীন মেধার ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ১২ মার্চ প্রচারিত একই স্লোগানের ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে বলা হয়, ১৪ মার্চের হল সম্মেলনকে কেন্দ্র করে তাদের স্লোগান দেওয়ার ভিডিওটি সেদিনই ধারণ করা হয়েছে।

সুতরাং, ২০২২ সালে হল সম্মেলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ছাত্রলীগের নারী নেত্রীদের স্লোগান দেওয়ার ভিডিওকে সাম্প্রতিক সময়ের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Study Law Youtube Channel: ইতিহাসে প্রথমবার রাবিতে ছাত্রলীগের নারীনেত্রীদের স্লোগান
- Bangladesh Students’ League Facebook Page: হল সম্মেলন বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২২
- Tazrin Medha Facebook Post