সম্প্রতি ‘বান্দারবনে রুমায় প্রকাশ্য দিনে-দুপুরে নারী অপহরণ! প্রকাশ্য কয়েকজন সন্ত্রাসী রাস্তা থেকে এক নারীকে পিটিয়ে মটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আশেপাশে অনেকেই থাকলেও কেউ এগিয়ে আসেনি। ফ্যাসিস্ট ইউনুছ বাহিনী সারাদেশে অপরাধের স্বর্গরাজ্য বানিয়েছে..’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বান্দরবান জেলার রুমা উপজেলায় কোনো নারীকে অপহরণের দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ভারতের উত্তর প্রদেশে পরিবারের অমতে বিয়ে করা এক নারীকে তার পরিবার কর্তৃক তুলে নিয়ে যাওয়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনের উত্তর প্রদেশ-উত্তরাখণ্ডের আঞ্চলিক ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ০৩ জুলাই ‘Bareilly: Couple Thrashed By Family For Marrying Against Their Will’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়৷ উক্ত ভিডিওতে যুক্ত ফুটেজের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের বারেলিতে পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করার কারণে এক নারীর পরিবার ওই নারীকে ও তার স্বামীকে মারধর করেছে বলে অভিযোগ উঠে। শারীরিক নির্যাতনের ফলে চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ওই দম্পতি এক বছর আগে বিয়ের পর এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং উক্ত ঘটনার সময়ে এলাকায় ফিরে এসেছিল। পুলিশের মতে, অভিযুক্তরা মহিলাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে।
পুলিশের সুপারিন্টেন্ডেন্ট (গ্রামীণ) সানসার সিং জানান, “ওই নারীকে উদ্ধার করা হয়েছে এবং একই দিনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।”
এই বিষয়ে আরেক ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভির ওয়েবসাইটে ২০১৯ সালের ০৩ জুলাই প্রকাশিত প্রতিবেদনে একই চিত্র ও তথ্য পাওয়া যায়।
সুতরাং, বান্দবানের রুমায় প্রকাশ্যে এক নারীকে অপহরণের ভিডিও দাবিতে ভারতের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- News18 UP Uttarakhand – Bareilly: Couple Thrashed By Family For Marrying Against Their Will
- India TV – Website