গত ১৫ জুলাই আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।
এই প্রতিবেদন লেখা অবধি টিকটকে ভিডিওটি দেখা হয়েছে ৬০ হাজার বারেরও বেশি। এছাড়াও ভিডিওটিতে ৩ শত এর বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে এবং ভিডিওটি ১৬ শতবারেরও বেশি শেয়ার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানসহ হত্যাকাণ্ডের শিকার হওয়া সকল শহীদদের স্মরণে গত বছরের ১ আগস্ট ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক মিছিলের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ভিডিওটিতে জাতীয় ‘আজকের পত্রিকা’ লেখা ওয়াটার মার্কের অস্তিত্ব পাওয়া যায়।
উক্ত তথ্যের সূত্র ধরে আজকের পত্রিকার ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০২ আগস্টে ‘ফেনীতে আওয়ামী লীগের শোকযাত্রা ও সমাবেশ’ শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে ২০২৪ সালের ১ আগস্টে ‘শোকাবহ আগস্ট : ফেনীতে আওয়ামী লীগের শোক র্যালি-সমাবেশ’ শিরোনামে আলোচ্য বিষয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ‘শোকাবহ আগস্ট’ উপলক্ষে গত বছরের ১ আগস্টে ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক মিছিলের আয়োজন করা হয়।
সুতরাং, গত বছরের ১ আগস্টের ফেনী জেলা আওয়ামী লীগের একটি শোক র্যালীর ভিডিওকে আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ের বিক্ষোভ মিছিল দাবিতে টিকটকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ajker Patrika: ফেনীতে আওয়ামী লীগের শোকযাত্রা ও সমাবেশ
- BSS News: শোকাবহ আগস্ট : ফেনীতে আওয়ামী লীগের শোক র্যালি-সমাবেশ