কারাগারে হাসানুল হক ইনুর ওপর হামলা হওয়ার দাবিতে পুরোনো ভিডিও প্রচার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগের পতনের পর গত বছরের ২৬ আগস্ট গ্রেফতার হন। সম্প্রতি, কারাগারে তার ওপর হামলা করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ইনুর ওপর হামলা চালান। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাসানুল হক ইনুর ওপর হামলার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং কারাগারের ভেতরে ধারণকৃতও নয়। প্রকৃতপক্ষে, ২০১৩ সালে লন্ডনের এটিএন বাংলার অফিসে হাসানুল হক ইনুর ওপর হওয়া হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে কারাগারে হাসানুল হক ইনুর ওপর হামলা হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে অনলাইনভিত্তিক গণমাধ্যমে bdnews24 এর ওয়েবসাইটে ২০১৩ সারে ১৮ সেপ্টেম্বর Inu’s ‘attackers’ identified শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Comparison by Rumor Scanner 

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর হাসানুল হক ইনু লন্ডনে অবস্থিত ইলেকট্রনিক গণমাধ্যম এটিএন বাংলার অফিসে একটি টকশোতে অংশ নিতে গেলে সেখানে কয়েকজন লোক তার ওপর হামলা চালায়। সে সময় আওয়ামী লীগের নেতারা জামায়াতে ইসলামীকে এই হামলার জন্য দায়ী করলেও দলটি অভিযোগ অস্বীকার করে। পাশাপাশি প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত হামলার ভিডিও ফুটেজের সাথে উক্ত ছবির হামলার ঘটনার মিল রয়েছে। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Tanvir Ahmed নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৩ সালের ৯ নভেম্বর এ ঘটনায় প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম থেকে জানা যায়, এটি সেসময় একাত্তর টেলিভিশনে প্রকাশিত একটি প্রতিবেদন যা উক্ত চ্যানেলটিতে রিপোস্ট করা হয়েছে। তবে কি-ওয়ার্ড সার্চে মাধ্যমে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে বর্তমানে প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়নি। প্রতিবেদনটিতে ইনুর ওপর হামলার সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া যায়। আগের প্রতিবেদনে হামলার সাথে জামায়াতের জড়িত থাকার কথা বলা হলেও উক্ত প্রতিবেদনে এটিএন বাংলা লন্ডনের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। 

এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সেসময় এ ঘটনায় ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকেও একই তথ্য পাওয়া যায়।

সুতরাং, হাসানুল হক ইনুর ওপর কারাগারে হামলা হওয়ার দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img