জামায়াত-শিবির বিরোধী বিক্ষোভ মিছিল দাবিতে এআই ভিডিও প্রচার

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করে। সেই আয়োজনে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবিটি প্রদর্শিত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানায় বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বামপন্থী সংগঠনগুলোর প্রতিবাদের মুখে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের সরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার পরবর্তীতে টিএসসিতে পাল্টাপাল্টি অবস্থান নেয় ছাত্রশিবির ও বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এসময় বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীদের ‘তুমিও জানো, আমিও জানি; জামাত মানেই পাকিস্তানী’ শীর্ষক স্লোগান দিতে দেখা যায়। সম্প্রতি এর প্রেক্ষিতে, শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে। যাতে বিপুল সংখ্যক বিক্ষোভকারীদের একই স্লোগান দিতে দেখা যায়।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত জামায়াত-শিবির বিরোধী বিক্ষোভ মিছিলের ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ভিডিওতে বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের জামায়াত-শিবির বিরোধী স্লোগান যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। এতে ভিডিওটিতে বেশ কিছু এআই সংক্রান্ত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওতে দেখতে পাওয়া বিক্ষোভ মিছিলের ব্যানারগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় এতে থাকা লেখা অর্থপূর্ণ নয়। সবগুলো ব্যানারের লেখা-ই বিকৃত। যা দেখে বোঝা যাচ্ছে ভিডিওটি এআই দিয়ে তৈরি। কারণ এআই প্রযুক্তির সহায়তায় বাংলা লেখা সম্বলিত কোনো ব্যানার বা ছবি তৈরি করতে গেলে লেখাগুলো বিকৃত হয়ে যায়।

বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Cantilux এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৫৭ শতাংশ।

তবে ভিডিওটিতে কোনো ওয়াটারমার্ক না থাকায় এটি কোন এআই এজেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে সেটি জানা সম্ভব হয়নি। এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো বিক্ষোভ মিছিল হওয়ার তথ্য পাওয়া যায়নি।  

অডিও যাচাই

আলোচিত ভিডিওতে ব্যবহৃত স্লোগানের বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মধুর ক্যান্টিন – Modhur Canteen নামের একটি ফেসবুক পেজে গত ৫ আগস্ট প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর নেতৃত্বে সেদিন টিএসসিতে শিবিরের মুখোমুখি বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীদের জামাত-শিবির বিরোধী স্লোগান দেওয়ার ভিডিও। যার শুরু থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত দেওয়া স্লোগানের সাথে আলোচিত ভিডিওতে ব্যবহৃত স্লোগানের কণ্ঠের হুবহু মিল পাওয়া যায়। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, উক্ত ভিডিওর স্লোগানের ওই নির্দিষ্ট অংশটুকু কাট করে আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে জামাত-শিবির বিরোধী বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Cantilux 
  • মধুর ক্যান্টিন – Modhur Canteen Facebook Page Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img