২০২৪ সালের জুলাই আগস্ট মাসে থানা থেকে লুট হওয়া অস্ত্র এক বছর ধরে মসজিদে ও সম্প্রতি মসজিদ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
এছাড়া, এসব অস্ত্র রাজধানীর খিলগাঁও ইমানবাগ জামে মসজিদে রাখা হয়েছিলো পাল্টা অভ্যুত্থানের জন্য দাবিতেও আলোচিত ছবিগুলো ফেসবুকে প্রচার হতে দেখা গেছে। দেখুন এখানে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্র এক বছর পর সম্প্রতি মসজিদ থেকে উদ্ধারের দাবিটি ভুয়া। প্রকৃতপক্ষে, খিলগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র ২০২৪ সালের ৭ আগস্ট উদ্ধার করে মসজিদে রেখে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছিল সচেতন এলাকাবাসী। পুরোনো সেই ছবিগুলোই সম্প্রতি ভুয়া দাবিতে ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে উক্ত দাবিতে প্রচারিত ছবিগুলো রিভার্স সার্চের মাধ্যমে ‘আল-জামিয়াতুল আহ্’লিয়া উম্মাহাতুল মু’মিনীন মহিলা মাদ্রাসা’ নামক ফেসবুক পেজে ২০২৪ সালের ০৭ আগস্টে প্রকাশিত একটি পোস্টে ছবিগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, খিলগাঁও থানা থেকে লুট হওয়া বিভিন্ন অস্ত্র সেসময় উদ্ধার করে মসজিদে জড়ো করে সেনাবাহিনীর হাতে এলাকাবাসী হস্তান্তর করে।
পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ০৭ আগস্ট “খিলগাঁও থানার লুট হওয়া শতাধিক অস্ত্র ফিরিয়ে দিলেন এলাকাবাসী” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও একই ছবিগুলো সংযুক্ত থাকতে দেখা যায়।

উক্ত প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁও থানা থেকে লুট হওয়া শতাধিক আগ্নেয়াস্ত্র খিলগাঁও ঈমানবাগ জামে মসজিদে উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। ২০২৪ সালের ০৭ আগস্ট (বুধবার) দুপুরে এলাকাবাসীর সহযোগিতায় এসব আগ্নেয়াস্ত্র ফেরত দেয়া হয়।
অর্থাৎ, খিলগাঁও থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র সাম্প্রতিক সময়ে উদ্ধার হয়নি বরং, ২০২৪ সালের আগস্ট মাসেই উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে রাজধানীর নিউমার্কেট এলাকার তিনটি দোকানে অভিযান চালিয়ে সামুরাই ও চাপাতিসহ প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু ও মিট হ্যামার।
সুতরাং, ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে থানা থেকে লুট হওয়া অস্ত্র এক বছর পর সম্প্রতি মসজিদ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- আল-জামিয়াতুল আহ্’লিয়া উম্মাহাতুল মু’মিনীন মহিলা মাদ্রাসা: Facebook Post
- Channel24 News: খিলগাঁও থানার লুট হওয়া শতাধিক অস্ত্র ফিরিয়ে দিলেন এলাকাবাসী
- Bangla News24: নিউমার্কেটে সেনাবাহিনীর অভিযানে সহস্রাধিক ধারালো অস্ত্র উদ্ধার