গোপালগঞ্জে এপিসি থেকে গোলাগুলির নয়, ভিডিওটি তাইওয়ানে সামরিক মহড়া ‘হান কুয়াং’ এর 

গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা গোপালগঞ্জে যান। তারা পৌঁছানোর আগেই সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপরও সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। তবে কর্মসূচি শেষে ফেরার সময় স্থানীয় আওয়ামী সমর্থকদের হামলায় তারা অবরুদ্ধ হয়ে পড়েন। তবে পরবর্তীতে বিকেলেই সেনাবাহিনীর এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ব্যবহার করে তাদের গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের দিরভর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজন জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 

উল্লিখিত ঘটনাবলীর প্রেক্ষিতে সম্প্রতি ‘কালাপাডা হাসনাত সারজিস গংদের ট্যাংকের ভিতর নিয়ে গোপালগঞ্জ থেকে বের হচ্ছে গুলি করতে করতে…’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি এনসিপির নেতাদের এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ব্যবহার করে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়ার সময় সামরিক ট্যাংক থেকে গুলির কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, তাইওয়ানে বাৎসরিক সামরিক মহড়া ‘হান কুয়াং’ এর ৪১তম আয়োজনের একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে রাশিয়া ভিত্তিক গণমাধ্যম RT এর এক্স হ্যান্ডেলে গত ১৫ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, কেন্দ্রীয় নিরাপত্তা জোরদার করার জন্য তাইপেতে যুদ্ধের মহড়ায় রাজধানীর মূল প্রবেশপথের প্রতিরক্ষায় সাঁজোয়া যান থেকে গুলি ছোঁড়ার দৃশ্য এটি।

একই বিষয়ে East Channel নামক ফেসবুক পেজে গত ১৬ জুলাই প্রকাশিত পোস্টে একই ভিডিও ও তথ্য পাওয়া যায়। 

এছাড়া, এই বিষয়ে তাইওয়ান ভিত্তিক গণমাধ্যম Taiwan News এর ওয়েবসাইটে গত ১৫ জুলাই ‘New Taipei bridge blocked and armored vehicles fire during drills’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ১০ দিনব্যাপী তাইওয়ানে বাৎসরিক সামরিক মহড়া ‘হান কুয়াং’ এর ৪১তম আয়োজনের সপ্তম দিনে তাইপের রাজনৈতিক ও সামরিক কেন্দ্রগুলিতে শত্রু বাহিনীকে অগ্রসর হতে বাধা দেওয়ার জন্য সামরিক পুলিশ কমান্ড ওয়ানবান সেতুতে একটি সেতু প্রতিরক্ষা মহড়া পরিচালনা করে যেখানে মেশিনগান ছোঁড়া সাঁজোয়া যান মোতায়েন করা হয়। 

সুতরাং, এনসিপির নেতাদের এপিসিতে নিয়ে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়ার সময় সামরিক ট্যাংক থেকে গুলি করার ভিডিও দাবিতে তাইওয়ানের বাৎসরিক সামরিক মহড়া ‘হান কুয়াং’ এর একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img