গোপালগঞ্জ থেকে নৌবাহিনীর পলায়নের দাবিটি ভুয়া, ভিডিওটি মুন্সিগঞ্জ এলাকাবাসী ও বালু শ্রমিকদের সংঘর্ষের 

গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা গোপালগঞ্জে যান। তারা পৌঁছানোর আগেই সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপরও সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। তবে কর্মসূচি শেষে ফেরার সময় স্থানীয় আওয়ামী সমর্থকদের হামলায় তারা অবরুদ্ধ হয়ে পড়েন। তবে পরবর্তীতে বিকেলেই সেনাবাহিনীর এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ব্যবহার করে তাদের গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের দিরভর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজন জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 

উল্লিখিত ঘটনাবলীর প্রেক্ষিতে সম্প্রতি ‘গোপালগঞ্জের মানুষের ধাওয়া খেয়ে নৌ বাহিনীর পলায়ন।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গোপালগঞ্জে মানুষের ধাওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের পলায়নের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, মুন্সিগঞ্জে মেঘনা নদীতে নির্ধারিত স্থানের বাইরে গিয়ে বালু উত্তোলনের ঘটনায় এলাকাবাসীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে গত ১৯ জুন ‘মুন্সিগঞ্জের মেঘনায় বালু উত্তোলন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়৷ উক্ত ভিডিওতে সংযুক্ত একটি ভিডিও ক্লিপের দৃশ্যাবলীর সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির ০১:১৩ থেকে ০১:২৪ সেকেন্ড পর্যন্ত সংযুক্ত ভিডিও ক্লিপের অংশটির সাথে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

ভিডিওটির বিরবণী থেকে জানা যায়, গত ১৯ জুন মুন্সিগঞ্জে মেঘনা নদীতে সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহালের নির্ধারিত স্থানের বাইরে গিয়ে বালু উত্তোলনের অভিযোগে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে ইজারাদারের শ্রমিকদের সংঘর্ষ হয়। এটি সেই ঘটনার দৃশ্য। 

একই বিষয়ে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ১৯ জুন ‘বালু উত্তোলন ঘিরে গ্রামবাসী-শ্রমিক সংঘর্ষে উত্তপ্ত মুন্সিগঞ্জ’ শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনেও একই ধরণের দৃশ্য ও তথ্য পাওয়া যায়। 

সুতরাং, মুন্সিগঞ্জে মেঘনা নদীতে বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী-শ্রমিকদের সংঘর্ষের ভিডিওকে গোপালগঞ্জের মানুষের ধাওয়ায় নৌবাহিনীর পলায়ন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img