সম্প্রতি “শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখলকে কেন্দ্র করে শিবির বনাম ছাত্রদলের মধ্যে তুমুল সংঘ’র্ষ চলছে, ছাত্রদলের সভাপতি রাকিবকে অবরুদ্ধ করে রেখেছে শিবির কর্মীরা।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখলকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকেও হলে অবরুদ্ধ করে রাখা হয়নি। প্রকৃতপক্ষে, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়ন বিরোধী’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওর কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ‘আবু রায়হান খান’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০১৯ সালের ২২ জুলাই তারিখে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের ওপর ছাত্রলীগের হামলার প্রথম অংশ! ২৩ জানুয়ারি ২০১৮ রেজিস্টার বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner
পরবর্তী, প্রাসঙ্গিক কী ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক আলোর ওয়েবসাইটে ২০১৮ সালের ২৪ জানুয়ারি “ছাত্রলীগের হামলায় আহত ৪০ শিক্ষার্থী” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ জানুয়ারি ছাত্রী নিপীড়নের বিচারসহ চার দফা দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করায় ছাত্রলীগের মারধরের শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সেসময় হামলা ও মারামারির ঘটনায় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে বাম ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীর সংখ্যা ৪০ জন আর ছাত্রলীগের ১২ নেতা-কর্মী আহত হয়েছিলেন।”
সে সময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে প্রতিবেদন (১, ২) প্রকাশ করে।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্থানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে অবরুদ্ধ করা হলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।
এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে দৈনিক আমাদের সময় পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিফাত হকের সাথে কথা বলে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতিকে অবরুদ্ধ করে রাখার মতো কোনো ঘটনা ঘটেনি।
সুতরাং, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়ন বিরোধী’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখলকে কেন্দ্র করে শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- আবু রায়হান খান – Facebook Post
- Prothom Alo – ছাত্রলীগের হামলায় আহত ৪০ শিক্ষার্থী
- Statement of DU Correspondent, Dainik Amader Shomoy