ছাত্রদের গায়ে হাত তোলা প্রসঙ্গে নাহিদ ইসলামকে জড়িয়ে ইনডিপেনডেন্ট টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “ছাত্ররা চাইলে যে কারো গায়ে হাত দিতে পারবে” তবে কেউ ছাত্রদের গায়ে হাত দিয়ে পারবে না” শীর্ষক শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম ইনডিপেনডেন্ট টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে  (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে  (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রদের গায়ে কেউ হাত তুলতে পারবে না প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্য দাবিতে ইনডিপেনডেন্ট টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ইনডিপেনডেন্ট টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ইনডিপেনডেন্ট টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২ জুলাই, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

ইনডিপেনডেন্ট টিভির লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে গত ২ জুলাই গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে “ছাত্রদের গায়ে হাত দেওয়ার পরিণতি ভালো হবে না: নাহিদ ইসলাম” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। ইনডিপেনডেন্ট টিভির মূল ফটোকার্ডটিতে ‘ছাত্রদের গায়ে হাত দেওয়ার পরিণতি ভালো হবে না: নাহিদ ইসলাম’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ছাত্ররা চাইলে যে কারো গায়ে হাত দিতে পারবে” তবে কেউ ছাত্রদের গায়ে হাত দিয়ে পারবে না’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

Photocard Comparison By Rumor Scanner

অর্থাৎ, ইনডিপেনডেন্ট টিভির এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত ইনডিপেনডেন্ট টিভির পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, “জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটের পথসভায় বক্তব্যে চট্টগ্রামের পটিয়ার ঘটনার উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ‘চট্টগ্রামের পটিয়ায় গণঅভ্যুত্থানের সৈনিকদের ওপর পুলিশ যে হামলা করেছে, তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা পুলিশের সংস্কার চাই, পুলিশ কারো গায়ে হাত তুলবে না সেটা চাই। আমরা হানাহানি চাই না। তবে শিক্ষার্থীদের অন্যায়ভাবে কেউ আঘাত করলে তার পরিণতি ভালো হবে না।’ বলে হুঁশিয়ারি দিয়েছেন।”

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। 

সুতরাং, “ছাত্ররা চাইলে যে কারো গায়ে হাত দিতে পারবে” তবে কেউ ছাত্রদের গায়ে হাত দিয়ে পারবে না” শিরোনামে ইনডিপেনডেন্ট টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img