উপদেষ্টা আসিফ মাহমুদের বাম হাত দিয়ে হ্যান্ডশেক করার ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবীণ ব্যক্তিদের সাথে বাম হাত দিয়ে হ্যান্ডশেক করছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, তিনি গাড়ি থেকে বের হয়ে তার জন্যে অপেক্ষমান কয়েকজন প্রবীণ ব্যক্তির সাথে বাম হাত দিয়ে হ্যান্ডশেক করেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রবীণ ব্যক্তিদের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাম হাত দিয়ে হ্যান্ডশেক করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ময়মনসিংহ ডিভিশনাল টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ‍উপদেষ্টা আসিফ মাহমুদ পৌঁছে সেখানে উপস্থিত ব্যক্তিদের সাথে তার ডান দিয়ে হ্যান্ডশেক করার ভিডিও ডিজিটাল প্রযুুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে মিরর করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনলাইন ভিত্তিক গণমাধ্যম Dhaka Talk-এর ইউটিউব চ্যানেলে গত ২৭ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর মিল রয়েছে। ভিডিওটিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে অপেক্ষমান প্রবীণ ব্যক্তিদের সাথে ডান হাত দিয়েই হ্যান্ডশেক করতে দেখা যায়। মূলত, এই ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মিরর করায় সেখানে আসিফ মাহমুদকে ডান হাতের জায়গায় বাম হাতে হ্যান্ডশেক করতে দেখা যায়। 

উক্ত গণমাধ্যমের ইউটিউব চ্যানেল পর্যালোচনার মাধ্যমে সেদিনের আরও কয়েকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যা থেকে জানা যায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেদিন ময়মনসিংহ ডিভিশনাল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করতে যান। 

পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজে একইদিন অর্থাৎ ২৭ জুন প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট থেকে জানা যায়, ময়মনসিংহ ডিভিশনাল টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি ঢাকায় অবস্থিত জাতীয় টেনিস ফেডারেশনে হয়। যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সুতরাং, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রবীণ ব্যক্তিদের সাথে বাম হাত দিয়ে হ্যান্ডশেক করার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img