অধিকাংশ জনসমর্থন আওয়ামী লীগের পক্ষে শীর্ষক দাবিতে বিবিসি ও রয়টার্সের নামে ভুয়া জরিপ প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, “আলহামদুলিল্লাহ ব্রেকিং নিউজ বিবিসির,জরিপে ৮১ % রয়টার্সের জরিপে ৬৭ % ,জন সমর্থনে এগিয়ে আওয়ামীলীগ, জয় বাংলা”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জনসমর্থনে এগিয়ে আওয়ামী লীগ জানিয়ে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি কিংবা রয়টার্স কোনো জরিপ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ উল্লেখ করতে দেখা যায়নি।

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও, বিবিসিরয়টার্সের ওয়েবসাইট পর্যবেক্ষণেও আলোচিত দাবিটির সত্যতা মেলেনি।

রয়টার্সের ওয়েবসাইটে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধান করলে দেখা যায়, মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আ.লীগের সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। এর আগে গত কয়েকমাসে নির্বাচন বিষয়ক নানা প্রতিবেদনে আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয়েছে তবে আলোচিত জরিপের বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

একইভাবে বিবিসিবিবিসি নিউজ বাংলার ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধ করা বিষয়ক, জুলাই আন্দোলন বিষয়কসহ নানা সংবাদ পাওয়া যায় তবে আলোচিত জরিপের বিষয়ে উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, বিবিসির জরিপে ৮১% ও রয়টার্সের জরিপে ৬৭% জনসমর্থনে এগিয়ে আওয়ামী লীগ শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img