সম্প্রতি, রাজধানীতে ভয়াবহ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ অর্থাৎ ঢাকায় দুর্ঘটনার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকা বা বাংলাদেশের কোনো দুর্ঘটনার দৃশ্য নয় বরং, এটি ২০২৪ সালের অক্টোবরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার পোলবার রাজঘাট মোড়ে ঘটা দুর্ঘটনার দৃশ্য। ভিডিওটি সম্প্রতি বাংলাদেশের দুর্ঘটনার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদ মাধ্যম ইটিভি ভারত এর বাংলা সংস্করণে ২০২৪ সালের ১২ অক্টোবর ‘গাড়ির সঙ্গে দ্রুতগতিতে আসা বাইকের ধাক্কা, ততক্ষণাৎ বিস্ফোরণ! দেখুন ভিডিয়ো – ROAD ACCIDENT IN HOOGHLY’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদ খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২৪ সালের ১০ অক্টোবর হুগলির পোলবার রাজঘাট মোড়ে ঘটনা দুর্ঘটনা। এই দুর্ঘটনায় সোমনাথ সাহা (১৯) ও অলক তুম্বা (২০) নামে দুই যুবক নিহত হন। তাদের বাড়ি হাওড়ার জগাছা থানার সাঁতরাগাছিতে।
প্রতিবেদনে যুক্ত থাকা ভিডিওতে ২০২৪ সালের ১১ অক্টোবর তারিখ উল্লেখ রয়েছে এবং সময় হিসেবে রাত ১২ টা ৩৫ মিনিট ৫৩ সেকেন্ড থেকে দেখা যাচ্ছে।
এছাড়াও, আরেক ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নাল এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি ২০২৪ সালের ১১ অক্টোবর রাত ১২টার দিকে হুগলির পোলবার রাজঘাট মোড়ে ঘটা দুর্ঘটনা এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় বাইক আরোহী এবং পেছনে বসা উভয় ব্যক্তিই প্রাণ হারিয়েছেন।
তবে, ভারতীয় আরেক সংবাদ মাধ্যম ‘TIMES NOW’ এর এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রচারিত ‘Caught-on-cam: Speeding bike bursts into a ball of fire after colliding with a car in Cooch Behar.’ শীর্ষক ক্যাপশনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারতের কোচবিহারে একটি গাড়ির সঙ্গে দ্রুতগতির বাইকের সংঘর্ষের ফলে ঘটা দুর্ঘটনার দৃশ্য।
অর্থাৎ, এটি নিশ্চিত যে ঘটনাটি ভারতের, বাংলাদেশের নয়।
সুতরাং, ভারতের পুরোনো দুর্ঘটনার দৃশ্যকে সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘটা দুর্ঘটনার দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।