বৃহস্পতিবার, মে 22, 2025

মির্জা ফখরুলকে চাঁদাবাজ বলে সম্বোধন করা হয়েছে দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি ‘চাঁদাবাজ….চাঁদাবাজ একি হইলো মির্জা ফাকরুল সাহেবের সাথে এটা একটা আনকা’ট ফুটেজ। যা মিডায়া প্রকাশ করেনি।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে ৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে চাঁদাবাজ বলার কোনো ঘটনার নয় বরং, এটি ২০২১ সালে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রদল করতেন বলায় সৃষ্ট বিশৃঙ্খলার ভিডিও। উক্ত ঘটনার ভিডিওর অডিও সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ‘SOMOY TV’ এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৬ ডিসেম্বর ‘’এই দাঁড়াও বাজে কথা বলবা না!’ -হঠাৎ ফখরুলের হুংকার | Mirza Fakhrul Angry | BNP | SomoyTV’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ৩৯ সেকেন্ড অংশ থেকে ৫০ সেকেন্ড অংশের ভিডিওর হুবুহু মিল রয়েছে, তবে অডিও অংশের ভিন্নতা রয়েছে। 

Comparison: Rumour Scanner 

পরবর্তীতে, একই ঘটনায়  মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে ২০২১ সালের ৬ ডিসেম্বর ‘প্রতিমন্ত্রী মুরাদ ছাত্রদল করতেন, দাবি মির্জা ফখরুলের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে সে বছরের ৬ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রদল করতেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বক্তব্যের পর দর্শকসারিতে থাকা যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার তৎকালীন আহ্বায়ক গোলাম মাওলা দাঁড়িয়ে মির্জা ফখরুলকে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। ডা. মুরাদ কখনো ছাত্রদল করেননি বলে চিৎকার করেন তিনি। এ সময় হলরুমে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে অন্য নেতা–কর্মীরা পরিস্থিতি শান্ত করেন। মির্জা ফখরুল তাঁর বক্তব্যের সমর্থনে বলেন, ‘একসময় সে ছাত্রদল করেছে। পরবর্তীকালে সে ছাত্রলীগের নেতা হয়ে প্রেসিডেন্ট (ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি) হয়েছে। এটা দুর্ভাগ্য আমাদের। এ রকম একটা ছেলে ছাত্রদলে ছিল।’

সেসময়ে দেশের একাধিক গণমাধ্যম এ বিষয়ে সংবাদ (,,) প্রচার করে। 

সুতরাং, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চাঁদাবাজ বলে সম্বোধন করা হয়েছে দাবিতে প্রচারিত ভিডিওর অডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img