সম্প্রতি, ‘আমরা নিবার্চনের কথা বললে আপনারা গালি দিবেন না’ শীর্ষক মন্তব্যটি বিএনপির ছাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর দাবিতে সময়ের কণ্ঠস্বরের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমরা নিবার্চনের কথা বললে আপনারা গালি দিবেন না’ শীর্ষক কোনো মন্তব্য শামসুজ্জামান দুদু করেননি এবং সময়ের কণ্ঠস্বরও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি বরং, ভিন্ন প্রেক্ষিতে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটিতে সময়ের কণ্ঠস্বরের লোগো রয়েছে এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘০৯ এপ্রিল ২০২৫’ উল্লেখ রয়েছে। এই সূত্র ধরে অনুসন্ধান করে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ০৯ এপ্রিল “ডিসেম্বরে নির্বাচন ঠেকা’নোর সাহস কারও নেই: দুদু” শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনাম ব্যতিত বাকি সব উপাদানের মিল রয়েছে।

অর্থাৎ গণমাধ্যমটির এই ফটোকার্ডটিতে থাকা শিরোনামটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘আমরা নিবার্চনের কথা বললে আপনারা গালি দিবেন না’ শীর্ষক শিরোনামে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে উদ্ধৃত করে সময়ের কণ্ঠস্বরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Somoyer Konthosor- Facebook Page
- Somoyer Konthosor- Website
- Somoyer Konthosor- YouTube
- Somoyer Konthosor- Facebook Post
- Somoyer Konthosor- ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু