সম্প্রতি, মূলধারার গণমাধ্যম দৈনিক প্রথম আলো পত্রিকায় সারাদেশে সংবাদকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে দাবিতে ‘প্রথম আলো পত্রিকায় সাংবাদিক নিয়োগ চলছে’ এবং ‘প্রথম আলো পত্রিকায় সাংবাদিক নিয়োগ’ নামের দুটি ফেসবুক পেজ থেকে একটি বিজ্ঞপ্তিমূলক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, প্রথম আলো পত্রিকাতে সারাদেশে উপজেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস প্রতিনিধি এবং মাল্টিমিডিয়া রিপোর্টার পদে নিয়োগ দেওয়া হবে।
উক্ত পদগুলোর জন্যে প্রয়োজনীয় যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়,
১. সর্বনিন্ম এস,এস,সি পাশ থেকে শুরু, স্নাতকোত্তর হলে আরো ভালো। তবে অভিজ্ঞতা আছে এমন ব্যাক্তিদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
২. নিজ এলাকায় থেকেই কাজ করতে পারবেন।
৩. বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।
৪. লেখার প্রতি আগ্রহ এবং সৃজনশীলতা থাকতে হবে
৫. কমপক্ষে সপ্তাহে ৩ দিন আপনার চারপাশের ঘটে যাওয়া ঘটনার সংবাদ লিখে ছবি সহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।
এছাড়াও সম্মাননা হিসেবে প্রতি মাসে সকল প্রতিনিধিদের বিকাশে বা ব্যাংক একাউন্ট নাম্বারে ১ থেকে ৭ তারিখের মধ্যে ১৫০০০/- সম্মাননা প্রদান করা হবে এবং প্রতি বছরে দুইটি ঈদ বোনাস দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়। যেটি মূল সম্মাননার অর্ধেক।

ফেসবুকে প্রচারিত এমন বিজ্ঞপ্তি দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রথম আলো পত্রিকায় দেশব্যাপী সংবাদকর্মী নিয়োগ দেওয়া সংক্রান্ত পোস্টকারী ফেসবুক পেজ দুটি ভুয়া। উক্ত পেজগুলোর সাথে দৈনিক প্রথম আলোর কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।
অনুসন্ধানের শুরুতে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আলোচিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, আগ্রহী প্রার্থীদের ভোটার আইডির দুই সাইডের ছবি অথবা জন্মনিবন্ধন এর কপি ও নিজের ছবি তুলে উক্ত ফেসবুক পেজে দিতে বলা হয়েছে। এছাড়াও কোন পদে কাজ করতে আগ্রহী সেটিও পেজটিতে লিখে জানাতে বলা হয়েছে। তবে এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা পোস্টটিতে উল্লেখ করা হয়নি।
এছাড়াও পোস্টগুলোতে প্রথম আলোর অফিসের ঠিকানা হিসেবে প্রদত্ত ঠিকানাটি দেওয়া হয়েছে: 19 Karwan Bazar, Dhaka 1215, Bangladesh. Office: Pragati Insurance Bhaban, 20-21, Karwan Bazar Dhaka 1215, Bangladesh. পাশাপাশি ২৪ ঘন্টা যোগাযোগের জন্যে 01982334960 এই ফোন নাম্বারটিও প্রদান করা হয়। বিজ্ঞপ্তি প্রচারকারী ফেসবুক পেজগুলো পর্যালোচনা করেও একই ফোন নাম্বার দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে প্রথম আলোর ওয়েবসাইট পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, আলোচিত পোস্টটিতে প্রদত্ত ঠিকানার সাথে প্রথম আলোর হেড অফিসের ঠিকানার মিল থাকলেও প্রথম আলোর ওয়েবসাইটে আলোচিত পেজটিতে থাকা ফোন নাম্বারটি নেই।

এছাড়াও উভয় পেজের ট্রান্সপ্যারেন্সি সেকশন পর্যালোচনা করে দেখা যায়, ‘প্রথম আলো পত্রিকায় সাংবাদিক নিয়োগ চলছে’ নামের পেজটি ২০২৫ সালের ১১ এপ্রিল তৈরি করা হয়। সেসময় পেজটির নাম ছিল ‘মনের আশা’। যা পরদিন পরিবর্তন করে বর্তমান নামটি দেওয়া হয়। অপরদিকে, ‘প্রথম আলো পত্রিকায় সাংবাদিক নিয়োগ’ পেজটি তৈরি করা হয় ২০২৫ সালের ৯ মার্চ। সেসময় পেজটির নাম ছিল ‘দৈনিক বাংলার চিত্র পত্রিকা’। যেটি গত ১০ এপ্রিল পরিবর্তন করে বর্তমান নামটি দেওয়া হয়। যা থেকে এটি স্পষ্টত বোঝা যাচ্ছে এর সাথে দৈনিক প্রথম আলোর সংশৃষ্টতা নেই।

যেহেতু প্রথম আলোর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুয়া ফটোকার্ড বা তথ্যের ব্যাপরে তারা ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের পাঠকদের সচেতন করে থাকে সেহেতু বিজ্ঞপ্তিটির বিষয়ে জানতে পরবর্তীতে প্রথম আলোর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। এতে গত ১০ এপ্রিল প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটিতে প্রথম আলোর নামে তৈরী নিয়োগের ‘প্রথম আলো পত্রিকায় সাংবাদিক নিয়োগ’ শীর্ষক পেজটিকে ভুয়া বলে দাবি করা হয়। পাশাপাশি পোস্টটির মাধ্যমে প্রথম আলোর নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে প্রথম আলোর মূল পত্রিকা ও অনলাইনে চোখ রাখার আহ্বান জানানো হয়।
অর্থাৎ, দৈনিক প্রথম আলো পত্রিকায় দেশব্যপী সংবাদকর্মী নিয়োগ দেওয়ার দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিগুলো ভুয়া পেজ থেকে প্রচার করা হয়েছে।
সুতরাং, জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোতে সারাদেশে সংবাদকর্মী নেওয়া হচ্ছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া।
তথ্যসূত্র
- Prothom Alo Website: Contact Us | প্রথম আলো
- Prothom Alo Facebook Page Post
- Rumor Scanner’s Analysis