থালাপতি বিজয় মুসলমানদের সাথে ইফতার করার কারণে নয়, মহাসড়কের জায়গা দখলের অভিযোগে ভবনটি ভাঙা হয় 

পবিত্র রমজান মাস উপলক্ষে গত ৭ মার্চ সন্ধ্যায় চেন্নাইয়ে একটি ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। পরবর্তীতে, এই আয়োজনের মাধ্যমে ‘মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দাবিতে চেন্নাই পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘অপরা’ধ সে মুসলিম দের সাথে ইফতার করেছে’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে থালাপতি বিজয়ের প্রতিকৃতি অংকিত দেয়ালযুক্ত একটি ভবন হাতুড়ি ও বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলার দৃশ্য দেখা যায়। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মুসলমানদের সাথে ইফতার করার কারণে থালাপতি বিজয়ের প্রতিকৃতিযুক্ত ভবন ভাঙার নয় বরং, ভিন্ন ঘটনার একটি পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘thalapathy_tvk_ 0622’ নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল খুঁজে পাওয়া গেছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে থাকা ভবন ও ভবন ভাঙার দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য রয়েছে। ভিডিওটির ক্যাপশনে ভিডিওচিত্রটির কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। তবে উক্ত ভিডিও গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়, অর্থাৎ গত ৭ মার্চ চেন্নাইয়ে থালাপতি বিজয় আয়োজিত ইফতার পার্টি বিষয়ক ঘটনার পূর্ব থেকেই ভিডিওটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

এছাড়া, ভারতীয় গণমাধ্যম News Tamil 24×7 এর ইউটিউব চ্যানেলে গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিওতেও ভবন ভাঙার একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে, ভারতীয় গণমাধ্যম One India এর ওয়েবসাইটে গত ১৮ ফেব্রুয়ারি ‘Sudden uproar.. Thaveka building demolition.. Officials demolished Vijay party office in Thiruvallur’ শিরোনামে তামিল ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুরে মহাসড়কের জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগে থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের তিরুভাল্লুর দক্ষিণ জেলা যুব শাখার কার্যালয় ভেঙে দেয় সড়ক বিভাগ (অনূদিত)। 

সুতরাং, মহাসড়কের জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগে সড়ক বিভাগ কর্তৃক থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের একটি কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ভিডিওকে বিজয় মুসলমানদের সাথে ইফতার করার কারণে তার প্রতিকৃতি সংবলিত একটি ভবন ভেঙে ফেলা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img