গত ৩১ জানুয়ারি বিয়ে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারজিসের সাথে এক নারীর রাস্তায় দাঁড়িয়ে থাকার একটি ভিডিওর মাধ্যমে প্রচার করা হয় যে উক্ত নারী সারজিসের স্ত্রী।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওর এই নারী সারজিস আলমের স্ত্রী নয় বরং এই নারী গত বছরের জুলাইয়ের কোটা আন্দোলনে নিহত শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি।
এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে গত বছরের ২১ ডিসেম্বর প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, সে সময় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্ট দেখতে আর্মি স্টেডিয়ামে যাওয়ার সময়ের দৃশ্য এটি। তবে এই ভিডিও থেকে উক্ত নারীর পরিচয় জানা যায়নি।

পরবর্তীতে ভিডিওতে উপস্থিত থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সদস্য রায়হান আহমেদ তামীমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, উক্ত নারী জুলাইয়ের আন্দোলনে শহিদ মাহামুদুর রহমান সৈকতের বোন। নাম সাবরিনা আফরোজ সেবন্তী।
রিউমর স্ক্যানার সেবন্তীর ফেসবুক অ্যাকাউন্টে থাকা তার ছবির সাথে আলোচিত ভিডিওর নারীর চেহারার সাদৃশ্য পেয়েছে।

কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত বছরের ১৯ জুলাই নিহত হন শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত। বাবা-মায়ের একমাত্র ছেলে সৈকত ছিলেন তিন ভাই বোনের মধ্যে সবার ছোট। তারই বোন সাবরিনা আফরোজ সেবন্তী।
অর্থাৎ, ভিডিওতে থাকা নারী সারজিসের স্ত্রী নয়।
তাছাড়া, সারজিস আলমের স্ত্রীর নাম কিংবা ছবি প্রকাশ করা হয়নি। তবে দুই ভাই ও এক বোনের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা। সবসময়ই পর্দা করে চলেন বলে জানা গেছে।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে সারজিস আলমের সাথে এক নারীর রাস্তায় দাঁড়িয়ে থাকার একটি ভিডিওর মাধ্যমে প্রচার করা হয় যে উক্ত নারী সারজিসের স্ত্রী; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Banglanews24: YouTube Video