শুক্রবার, মে 23, 2025

এই ভিডিওতে রুহুল কবির রিজভীকে মেরুদণ্ডহীন অপদার্থ বলেননি খালেদা জিয়া

সম্প্রতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। ভিডিওর ক্যাপশনে, আমাদের রিজভী আহমেদ মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক শীর্ষক মন্তব্য বেগম খালেদা জিয়া করেছেন বলে দাবি করা হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে আমাদের রিজভী আহমেদ মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক শীর্ষক মন্তব্য খালেদা জিয়া করেননি বরং, ২০১৫ সালে খালেদা জিয়ার লন্ডনে দেওয়া বক্তব্যের ভিন্ন ভিন্ন খন্ডিত অংশ আগে পিছে যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, খালেদা জিয়া তার বক্তব্যে তৎকালীন নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদেকে মেরুদণ্ডহীন অপদার্থ লোক বলেন।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে করে ভিডিওতে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, ডিসিপ্লিন হতে হবে, যদি আমরা ডিসিডিপ্লিন না হয় তাহলে কোনো কিছু করা সম্ভব নয় সে জন্য শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন। আমাদের যে রিজভী আহমেদ আপনার জানেন মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক, অপদার্থ একটা লোক, আমি সবসময় বলেছি যে মানে বিএনপিকে শেষ করে দেওয়ার প্ল্যান।

তবে, রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে এই ভিডিও এবং অডিওর ধারাবাহিকতায় অসামঞ্জস্যতা আছে বলে প্রতীয়মান হয়।

অনুসন্ধানে বিএনপির ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ৪ নভেম্বর ১লা নভেম্বর ২০১৫, লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ। ১ম অংশ’ শীর্ষক শিরোনামে ও ‘১লা নভেম্বর ২০১৫, লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ। ২য় অংশ’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিও দুটিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ফ্রেম ও অডিও খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

খালেদা জিয়ার ভাষণের ভিডিও দুটি পর্যবেক্ষণ করে দেখা যায়, খালেদা জিয়ার ভাষণের ভিন্ন ভিন্ন অংশ নিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

১. আলোচিত ভিডিওতে খালেদা জিয়ার বলা, ডিসিপ্লিন হতে হবে, যদি আমরা ডিসিডিপ্লিন না হয় তাহলে কোনো কিছু করা সম্ভব নয় সে জন্য শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন’ অংশটুকু ভাষণের প্রথম অংশের ০৪:৩৯ থেকে ০৪:৫০ মিনিট অংশের সাথে মিল খুঁজে পাওয়া যায়।

২. আলোচিত ভিডিওতে খালেদা জিয়ার বলা, ‘আমাদের যে রিজভী আহমেদ আপনার জানেন’ অংশটুকু ভাষণের দ্বিতীয় অংশের ০১:১৬ – ০১:১৯ মিনিট অডিওর অংশের সাথে মিল খুঁজে পাওয়া যায়।

৩. আলোচিত ভিডিওতে খালেদা জিয়ার বলা, ‘মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক, অপদার্থ একটা লোক, আমি সবসময় বলেছি যে’ ভাষণের প্রথম অংশের ৩০:৩৭ – ৩০:৪৩ মিনিট অংশের সাথে মিল খুঁজে পাওয়া যায়।

৪. আলোচিত ভিডিওতে খালেদা জিয়ার বলা, ‘মানে বিএনপিকে শেষ করে দেওয়ার প্ল্যান’ অংশটুকু ভাষণের দ্বিতীয় অংশের ৩:১২ – ৩:১৪ মিনিট অংশের সাথে মিল খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে খালেদা জিয়ার বক্তব্যের খন্ডিত অংশগুলো বিএনপির ইউটিউব চ্যানেলে প্রচারিত ২০১৫ সালে লন্ডনে খালেদা জিয়ার ভাষণের প্রথম অংশের ০৪:৩৯ থেকে ০৪:৫০ মিনিট এবং  ৩০:৩৭ – ৩০:৪৩ মিনিট অংশের থেকে কেটে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় অংশের ০১:১৬ – ০১:১৯ মিনিট ও ৩:১২ – ৩:১৪ মিনিট অংশ থেকে কেটে নেওয়া হয়েছে।

খালেদা জিয়া তার পুরো বক্তব্যে রিজভী আহমেদ মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, খালেদা জিয়া তার বক্তব্যে তৎকালীন নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদেকে মেরুদণ্ডহীন অপদার্থ লোক বলেন।

সুতরাং, ২০১৫ সালে খালেদা জিয়ার লন্ডনে দেওয়া বক্তব্যের ভিন্ন ভিন্ন খন্ডিত অংশ আগে পিছে যুক্ত করে আমাদের রিজভী আহমেদ মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক শীর্ষক মন্তব্য খালেদা জিয়া করেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img