শনিবার, মে 24, 2025

টিকটকে মির্জা ফখরুলের মৃত্যুর গুজব

সম্প্রতি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মারা গেছেন দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি শুয়ে আছেন এবং কয়েকজন ব্যক্তি তাকে বহন করছেন। 

টিকটকে প্রচারিত এমন ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এ বিষয়ে প্রচারিত একটি ভিডিও প্রায় ২ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৪ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ২৩৪ টি মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মারা যাননি। বরং, গত ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ভিডিওর মাধ্যমে তার মৃত্যুর দাবি প্রচার করা হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে গত ১৬ ডিসেম্বর “স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে মির্জা ফখরুলের মৃত্যুর দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিওটির শিরোনামের সূত্র ধরে একই তারিখে প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা যায়। প্রতিবেদনটিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর সোমবার ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতীয় স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

প্রথম আলোকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, সর্বশেষ খবর অনুযায়ী হাসপাতালে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

একই তথ্য দৈনিক ইত্তেফাকসহ দেশের প্রথম সারির একাধিক গণমাধ্যমে পাওয়া যায়।

এছাড়া, গতকাল ১৭ নভেম্বর কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রাথমিক চিকিৎসা ও শুশ্রূষা শেষে গুলশানের বাসায় ফিরেছেন মির্জা ফখরুল। 

সুতরাং, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়ার ভিডিওর মাধ্যমে তার মৃত্যুর দাবি করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img