গত ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকায় পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুরসহ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসবের মধ্যে বরিশাল কাশিপুর ইউনিয়নের গণপাড়া বিশ্বাস বাড়ী সার্বজনীন দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করায় ব্যানারে প্রতিমার ছবি ছাপিয়ে পূজা উদযাপন করা হচ্ছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বরিশাল কাশিপুর ইউনিয়নের গণপাড়া বিশ্বাস বাড়ী সার্বজনীন দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করায় ব্যানারে প্রতিমার ছবি ছাপিয়ে পূজা উদযাপন তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে প্রতিমা ভাঙচুর নয়, মন্দিরে পানি থাকায় প্রতিমা তৈরি না করে ব্যানারেই প্রতিমার ছবি ছাপিয়ে পূজা উদযাপন করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বরিশাল কাশিপুর ইউনিয়নের সচিব আঃ করিমের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, ওখানে প্রতিমা বানানো হয়নি। ভাঙার তো প্রশ্নই আসে না। এটি গুজব।
গণপাড়া বিশ্বাস বাড়ী সার্বজনীন দূর্গা মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্য মো: মোজাম্মেল কাজী রিউমর স্ক্যানারকে বলেন, এখানে বন্যার পানি থাকায় উনারা প্রতিমা বানানোর সময় পাননি। তাই শুরু থেকেই তারা ব্যানারে পূজা পালন করছে। প্রতিমা ভাঙাচুরের বিষয়টি গুজব।
এ বিষয়ে অধিকতর নিশ্চিতের জন্য গণপাড়া বিশ্বাস বাড়ী সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি ও সেক্রেটারির সাথেও কথা বলেছে রিউমর স্ক্যানার টিম।
গণপাড়া বিশ্বাস বাড়ী সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অরুণ মিস্ত্রী বলেন, মন্দিরে পানি থাকায় আমরা ব্যানার দিয়ে পূজা করছি। ভাঙার বিষয়টি মিথ্যা।
সেক্রেটারি স্বপন চন্দ্র বিশ্বাস বলেন, আসলে আমাদের মন্দিরে বন্যার পানি থাকায় প্রথমে আমরা পূজা দিতে চাইনি। পরবর্তীতে উপজেলা পূজা কমিটির সাথে কথা বলে আমরা ব্যানারে পূজা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিমা ভাঙার বিষয়টি মিথ্যা।
তারপর প্রচারিত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম।
রিভার্স ইমেজ সার্চ করে গত ১০ অক্টোবর ‘Sovon Karmakar’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত একটি পোস্টে আলোচিত ছবিগুলোর মধ্যে থাকা একটি ছবি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে প্রতিমা ভাঙচুরের কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে পোস্টকারীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ছবিটি আমার তোলা। মণ্ডপে হামলা ভাঙচুর হয়নি। প্রতিমা বানানো-ই হয়নি। তবে, কী কারণে প্রতিমা বানানো হয়নি, এমন প্রশ্ন ফটোগ্রাফার করলে কর্তৃপক্ষ এড়িয়ে যায়, উত্তর দেয়নি।
তিনি আরও উল্লেখ করেন, মণ্ডপ হাইওয়ের কাছে, সিকিউরিটি কনসার্ন৷ যদি কেউ ভেঙে চলে যায়।
অর্থাৎ, প্রতিমা ভাঙচুরের দাবিটি মিথ্যা।
আলোচিত পোস্টগুলোতে প্রতিমা ভাঙচুরের আরেকটি ছবি প্রচার করা হয়। তবে, উক্ত ছবিটি ২০২১ সালের পুরোনো। যা নিয়ে ইতোমধ্যে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, বরিশাল কাশিপুর ইউনিয়নের গণপাড়া বিশ্বাস বাড়ী সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করায় ব্যানারে প্রতিমার ছবি ছাপিয়ে পূজা উদযাপন করা হচ্ছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- UP Secretary- Statement
- বিশ্বাস বাড়ী সার্বজনীন দূর্গা মন্দির সভাপতির বক্তব্য
- বিশ্বাস বাড়ী সার্বজনীন দূর্গা মন্দির সেক্রেটারির বক্তব্য
- UP Gram Police- Statement
- Sovon Karmakar- Facebook Post
- Sovon Karmakar- Statement
- Rumor Scanner’s Own Analysis