সম্প্রতি, “আমেরিকার নিউইয়র্ক সিটিতে তৈরি হচ্ছে শহরের সবচেয়ে বড় মদের দোকান(বার)। যার নাম দেওয়া হচ্ছে এ্যাপল মক্কা। দুঃখের বিষয় হলো সেই বিল্ডিং এর ডিজাইন করা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের ক্বিবলা, পবিত্র কাবা শরিফের মতই।” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি আমেরিকার নিউইয়র্ক শহরে কাবা শরিফের ন্যায় তৈরি কোনো মদের বার এর নয় বরং এটি নিউইয়র্ক শহরে অবস্থিত একটি অ্যাপল স্টোর নির্মাণের সময়ে তোলা ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন Techrepublic এর ওয়েবসাইটে ২০০৬ সালের ১৮ জুলাইয়ে “Photos: See Apple’s glass palace” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, অনলাইন ফটো ম্যানেজমেন্ট এবং শেয়ারিং অ্যাপ্লিকেশন ‘Flickr’ এর ওয়েবসাইটে ২০০৬ সালের ০৭ এপ্রিলে “Apple’s Flagship 5th Ave Store Under Construction” শীর্ষক শিরোনামে নির্মাণকালীন একই অ্যাপল স্টোরের ভিন্ন কোণ থেকে তোলা একটি ছবি খুঁজে পাওয়া যায়।

গুজবের সূত্রপাত
অনুসন্ধানে দেখা যায়, ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বরে ‘golok2007’ নামে একটি ব্লগ সাইটে “APPLE MECCA VS KAABA MACCA” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সর্বপ্রথম আলোচিত দাবিটি করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হয়ে আসছে।
মূলত, ২০০৬ সালে বহুজাতিক আমেরিকান কোম্পানি অ্যাপল নিউইয়র্ক শহরের ম্যানহাটনে পণ্য বিক্রয়ের জন্য একটি দোকান নির্মান করে। দোকানটি নির্মাণের সময়ে তোলা একটি ছবিকে সাম্প্রতিক সময়ে আমেরিকার নিউইয়র্ক শহরে কাবা শরিফের ডিজাইনের ন্যায় মদের বার তৈরির ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Also Read: ২০৩০ সালের কাবা শরীফের নকশা দাবিতে ভুয়া ছবি প্রচার
উল্লেখ্য, নির্মাণের পরে অ্যাপল স্টোরটির ডিজাইনের সাথে কাবা শরিফের ডিজাইনের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। অ্যাপল স্টোরটি কাচের তৈরি যা সম্পুর্ণ স্বচ্ছ। পক্ষান্তরে কাবা শরিফের ডিজাইন ভিন্ন।
সুতরাং, নির্মাণের সময়ে তোলা অ্যাপল স্টোরের একটি ছবিকে আমেরিকার নিউইয়র্ক শহরে কাবা শরিফের ডিজাইনের ন্যায় মদের বার তৈরি হচ্ছে দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আমেরিকার নিউইয়র্ক সিটিতে তৈরি হচ্ছে শহরের সবচেয়ে বড় মদের দোকান(বার)। যার নাম দেওয়া হচ্ছে এ্যাপল মক্কা। দুঃখের বিষয় হলো সেই বিল্ডিং এর ডিজাইন করা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের ক্বিবলা, পবিত্র কাবা শরিফের মতই
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Techrepublic: https://www.techrepublic.com/pictures/photos-see-apples-glass-palace/
- Flickr: https://flickr.com/photos/bhaggs/124900112/in/photostream/
- Apple: https://www.apple.com/retail/fifthavenue/
- Google Maps: https://www.google.com/maps/place/Apple+Fifth+Avenue/@40.7638478,-74.0430163,12z/data=!4m12!1m6!3m5!1s0x89c258f0741ceda7:0x4fd23cddb7a3d144!2sApple+Fifth+Avenue!8m2!3d40.7638478!4d-73.9729785!3m4!1s0x89c258f0741ceda7:0x4fd23cddb7a3d144!8m2!3d40.7638478!4d-73.9729785
- Gettyimages: https://www.gettyimages.ca/detail/news-photo/glass-cube-encloses-the-entrance-to-an-underground-apple-news-photo/57647885