শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

২০৩০ সালের কাবা শরীফের নকশা দাবিতে ভুয়া ছবি প্রচার

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি “কাবা শরীফের নতুন নকশা ২০৩০ সালে দেখা যেতে পারে। ইনশাআল্লাহ” শীর্ষক শিরোনামে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

২০৩০

 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি ২০৩০ সালের কাবা শরীফের নকশার নয় বরং ছবিটি ২০১৫ সাল থেকেই কাবা শরীফের ২০২০ সালের নকশা দাবিতে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

মূলত, সাম্প্রতিক সময়ে ২০৩০ সালের কাবা শরীফের নকশা দাবিতে প্রচারিত তথ্য ও ছবি পূর্বেও ২০১৫ সালে ‘২০২০ সালের কাবা শরীফের নকশা’ দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হলে মক্কার সুপ্রিম ডেভেলপমেন্ট অথোরিটি বিষয়টি অসত্য বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেন।

বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার

২০৩০ সালের কাবা শরীফের নকশা দাবিতে প্রচারিত বিষয়টি ভিত্তিহীন

বিস্তারিত ফ্যাক্টচেক দেখুন এখানে

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img