সম্প্রতি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের প্রথম হওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “ব্রেকিং নিউজ! সৌদি আরবে আবারো বাংলাদেশি হাফেজ প্রথম স্থান অর্জন করেছেন।” শীর্ষক শিরোনামে গণমাধ্যম ডিবিসি নিউজের একটি ভিডিও প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাফেজ শিহাব উল্লাহ সৌদি আরবে অনুষ্ঠিত ঐ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান নয় বরং দ্বিতীয় স্থান অর্জন করেছিলো এবং ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং প্রায় আড়াই বছর পূর্বের।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ‘DBC NEWS’ এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর-এ “সৌদি আরবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশী হাফেজ শিহাব উল্লাহ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from DBC News YouTube channel

পরবর্তীতে, তৎকালীন সময়ে বিষয়টি নিয়ে জাগোনিউজ ২৪, এনটিভি অনলাইন, নয়াদিগন্ত সহ একাধিক মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from Jagonews24 website

মূলত, সৌদি আরবে ২০১৯ সালের ৭ সেপ্টেম্বরে অনুষ্ঠিত ৪১তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় রাজধানী ঢাকার তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেছিলো। উক্ত বিষয়টি নিয়ে সে সময়ে ডিবিসি নিউজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন সাম্প্রতিক সময়ে ডাউনলোড করে সম্প্রতি সৌদিতে বাংলাদেশি হাফেজ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

আরো পড়ুনঃ ২০৩০ সালের কাবা শরীফের নকশা দাবিতে প্রচারিত বিষয়টি ভিত্তিহীন

গুজবের সূত্রপাত

সামাজিক মাধ্যম ফেসবুকের নিজস্ব মনিটরিং টুলসের সহায়তায় দেখা যায়, ‘রায়হান রানা‘ নামের একটি ফেসবুক আইডি থেকে গত ২৭ জানুয়ারি মধ্যরাত ০১টা ১৮ মিনিটে সৌদি আরবে বাংলাদেশি হাফেজ আবার প্রথম স্থান অর্জন করেছে দাবিতে ডিবিসি নিউজের ঐ ভিডিও প্রতিবেদন সংযুক্ত করে সর্বপ্রথম পোস্ট করা হয়। পরবর্তীতে, বিষয়টি দ্রুতই সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পাশাপাশি, ডিবিসি নিউজের ভিডিও সংযুক্ত ছাড়াও কেবলমাত্র ঐ শিরোনামটুকু কপি-পেস্ট করে প্রচার হতে থাকে।

উল্লেখ্য, সৌদি আরবে ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ২০১৪ এবং ২০১৭ সালে হাফেজ আব্দুল্লাহ আল মামুন প্রথম স্থান অর্জন করেছিলেন, ২০১৮ সালে হাফেজ হুসাইন আহমদ চতুর্থ স্থান অর্জন করেছিলেন এবং সর্বশেষ ২০১৯ সালে ৪১তম প্রতিযোগিতায় হাফেজ শিহাব উল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেন। অর্থাৎ, সাম্প্রতিক সময়ে বাংলাদেশি কোনো হাফেজ সৌদি আরবে অনুষ্ঠিত কোন কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেনি।

Screenshot from RTV online website

প্রসঙ্গত, ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এই বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।

কোরআন
Screenshot from Saudi Gazette website

অর্থাৎ, ২০১৯ সালে অনুষ্ঠিত বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ শিহাব উল্লাহর দ্বিতীয় স্থান অর্জনের একটি পুরোনো ভিডিও প্রতিবেদন সাম্প্রতিক সময়ে সৌদি আরবে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সৌদি আরবে আবারো বাংলাদেশি হাফেজ প্রথম স্থান অর্জন করেছেন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. DBC News: সৌদি আরবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশী হাফেজ শিহাব উল্লাহ
  2. Jagonews24: সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিহাবের সাফল্য
  3. NTV Online: সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশের শিহাব
  4. Daily Nayadiganta: ১০৩ দেশের প্রতিযোগীর মাঝে দ্বিতীয় বাংলাদেশের খুদে হাফেজ শিহাব
  5. Jagonews24: সৌদির আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত ফল প্রকাশ
  6. RTV Online: তৃতীয়বারের মতো বিশ্বসেরা হাফেজ হলেন আব্দুল্লাহ আল
  7. Saudi Gazette: 42nd King Abdulaziz International Qur’an Competition in September

আরও পড়ুন

spot_img