হোয়াটসঅ্যাপের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫০ জিবি ফ্রি ইন্টারনেট দেয়ার তথ্যটি মিথ্যা

সম্প্রতি “হোয়াটসঅ্যাপ বার্ষিকী উদযাপনে বিনামূল্যে ৫০ জিবি (সমস্ত নেটওয়ার্ক) ৯০ দিনের জন্য বৈধ” শীর্ষক শিরোনামে একটি ক্যাম্পেইনের লিংক হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হোয়াটসঅ্যাপের দশ বছর পূর্তি উদযাপন উপলক্ষ দাবি করে ৫০ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়ার ক্যাম্পেইন লিংকটি ভুয়া এবং এই পদ্ধতিতে ৫০ জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার বিষয়টিও মিথ্যা।

মূলত, একটি ভুয়া ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপের দশ বছর পূর্তি উপলক্ষে ৫০ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্যাম্পেইন লিংকটি ১২ জনকে শেয়ার করতে বলা হচ্ছে।

বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

  • আরও দেখুন:
  • SCAM
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img